পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের জন্য সুখবর। শীঘ্রই বাড়তে চলেছে আপনাদের বেতন। এই বছরের এপ্রিল মাসেই রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল ৩ শতাংশ। ডিএ-র পাশাপাশি বেতন বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারের কর্মচারীদের। তবে সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএ বৃদ্ধি পেলেও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধি নিয়ে কোন খবর নেই। সূত্র মারফত জানা যাচ্ছে, ডিএ-র মতই ৩ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা, বিভিন্ন পুরসভা পঞ্চায়েত কর্মীরা এই সুবিধা পাবেন। একইসঙ্গে এর আওতায় পড়বেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীরা।
এ বছরের বাজেটে রাজ্য সরকারের কর্মীদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে আড়াই হাজার কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে সেখান থেকেই কর্মীদের মহার্ঘ ভাতা এবং বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। এই বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি দেখেই বোঝা গিয়েছিল শীঘ্রই বেতন এবং ডিএ বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। বর্তমানে সেই পথেই এগোচ্ছে রাজ্য সরকার। ২০১৯ সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর বেতন বৃদ্ধির কথা হলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনরকম তথ্য দেওয়া হয়নি সরকারের তরফে।
আরও পড়ুন:- আবেদন করুন সক্ষম স্কলারশিপে এবং প্রতি বছর পেয়ে যান ৫০ হাজার টাকার অনুদান
বর্তমানে পঞ্চম বেতন কমিশনের প্রস্তাবিত মহার্ঘ ভাতা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে মামলা চলছে সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে সেরকম কোন নিয়ম নেই। বর্তমানে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সবাইকে মহার্ঘ ভাতা দেওয়ার মতো নয়। স্কলারশিপ এবং অন্যান্য সামাজিক প্রকল্প চালাতে গিয়ে যে খরচা হচ্ছে তাতে দু’দিক মিলিয়ে দেওয়া সম্ভব নয়। পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছিলেন সরকারি কর্মচারীরাও। তবে মামলাটি এখন কোর্টে রয়েছে। আগামী ১৪ জুলাই এর পরবর্তী শুনানি।
রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীরা যেখানে মহার্ঘ ভাতার জন্য প্রাণপণ লড়াই করছেন, সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। শীঘ্রই তার পরিমাণ বৃদ্ধি করা হবে আরো ৪ শতাংশ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ শীঘ্রই বেড়ে হবে ৪৬ শতাংশ। জানা যাচ্ছে আগামী বছরের শুরু থেকেই আবার বৃদ্ধি হতে পারে মহার্ঘ ভাতার পরিমাণ। সেক্ষেত্রে মহার্ঘ ভাতার পরিমাণ প্রায় ৫০ শতাংশ হতে পারে। সেই তুলনায় দেখতে গেলে রাজ্য সরকারের কর্মচারীরা মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা পান বর্তমানে।