these-five-important-rules-are-effective-in -india-from-the-beginning-of-this-month
Advertisement

১ আগস্ট থেকে বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই পরিবর্তনের ফলে আপনার জীবন যাপন কতটা প্রভাবিত হতে পারে, সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করব আমরা। জানা যাচ্ছে এই নিয়মগুলোর মধ্যে যেরকম ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, সেরকমই রয়েছে জিএসটি নিয়ে তাৎপর্যপূর্ণ কিছু পরিবর্তন। এছাড়াও ক্রেডিট কার্ডের পেমেন্ট সংক্রান্ত একটি বড় পরিবর্তন রয়েছে। অনেকের মতে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হতে পারে আর কয়েক দিনের মধ্যেই। সুতরাং বুঝতেই পারছেন, এই বিষয়গুলো সম্বন্ধে অবগত না থাকলে কতটা সমস্যার মুখে পড়বেন আপনি।

Advertisement

সরকারের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত শেষ তারিখ ছিল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার। কিন্তু তাও অনেক মানুষই জমা দেননি আইটিআর। সেহেতু ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে একটি নতুন নিয়ম এনেছে কেন্দ্রীয় সরকার। যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা কিংবা তার বেশি তাদের ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করাতে হবে। একইসঙ্গে যাদের বার্ষিক আয় ৫ কোটি টাকা কিংবা তার বেশি, এরকম ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার ইলেকট্রিক চালান দিতে হবে। যারা জিএসটির আওতায় পড়েন তাদের সকলের এই ইলেকট্রিক চালানো জমা করানো বাধ্যতামূলক।

Advertisement

এবার আসুন ব্যাংকিং ব্যবস্থায়। এই মাসে রাখী বন্ধন, স্বাধীনতা দিবস-সহ বিভিন্ন উৎসবের কারণে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ছুটির তালিকার মধ্যে শনিবার এবং রবিবারের ছুটি গুলি ধরা রয়েছে। তবে মাথায় রাখবেন এই ছুটিগুলো কিন্তু ভারতের সব প্রান্তে নয়। অঞ্চলভেদে এবং পার্বনভেদে ছুটি গুলি দেওয়া হয়েছে। একইসঙ্গে জানা যাচ্ছে যে এই মাসের ১৬ তারিখের মধ্যে সিলিন্ডার সংক্রান্ত দামের আপডেট পাওয়া যাবে। এলপিজির দাম পরিবর্তন হলে মাসের ১ থেকে ১৬ তারিখের মধ্যে তা জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এলপিজি-র পাশাপাশি পিএনজি ও সিএনজির রেটও পরিবর্তন হতে পারে। রান্নার গ্যাসের পাশাপাশি পেট্রোল ডিজেলের দামেও পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন:- বাড়ির ফাঁকা স্থানে ATM মেশিন বসিয়ে ইনকাম করুন লাখ টাকা। পদ্ধতি জেনে নিন।

এছাড়াও ক্রেডিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ভারতের প্রথম সারির বেসরকারি ব্যাংক হল অ্যাক্সিস ব্যাঙ্ক। এবার নিজের কাস্টমারদের জন্য এক নতুন সিদ্ধান্ত আনলো এই ব্যাংকটি। অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী এই ব্যাংকের কার্ড ব্যবহার করে কেউ Flipkart থেকে কেনাকাটা করলে মাত্র ১.৫% ক্যাশব্যাক পাবেন। আগে এই ক্যাশব্যাকের পরিমাণ ছিল ৫%। এই নিয়ম চালু হবে ১২ আগস্ট থেকে।