these-three-works-have-to-be-done-for-getting-pm-kisan-14th-installment

ভারতের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকর করা হয়েছে। তবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ভারতের কৃষকরা কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় সার, কীটনাশক সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য যাতে ঋণগ্রস্ত না হয়ে পড়ে তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনা কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই পিএম কিষাণ এর ১৩ তম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। আর সমগ্র ভারতবর্ষের কৃষকরা বর্তমানে ১৪ তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। কিন্তু ১৪ তম কিস্তির অনুদান (PM Kisan 14th installment) দেওয়ার আগেই পিএম কিষাণ সংক্রান্ত এক নতুন নির্দেশিকা সামনে আনা হয়েছে, যা নিয়ে সমগ্র ভারতের কৃষকদের মধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

চলুন তবে পিএম কিষাণ সংক্রান্ত এই নতুন নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-

১. বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পিএম কিষাণ -এর ১৪ তম কিস্তির টাকা ((PM Kisan 14th installment)) পেতে গেলে কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদিও এর আগেও বারংবার পিএম কিষাণ -এর কর্তৃপক্ষের তরফে কৃষকদের ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যেসমস্ত কৃষকরা এখন পর্যন্ত ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তারা অবশ্যই যতো দ্রুত সম্ভব ই-কেওয়াইসি সম্পন্ন করুন, নতুবা তারা কোনোভাবেই পিএম কিষাণ -এর আওতায় ১৪ তম কিস্তির টাকা পাবেন না। আপনি আপনার বাড়ির নিকটবর্তী যেকোনো CSC -এর মাধ্যমে অথবা পিএম কিষাণ -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ থেকে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।

আরও পড়ুনঃ- গুগল পে এক ইউজারকে দিল ৮০ হাজার টাকা রিওয়ার্ড! তারপর কি হলো?

২. অন্যদিকে যেসমস্ত কৃষকরা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করেননি তাদের অত্যন্ত দ্রুত নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক না করা হলে কৃষকরা আগামীদিনে কোনোভাবেই পিএম কিষাণ -এর ১৪ তম কিস্তির অনুদান পাবেন না।

৩. এর পাশাপাশি বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট আরো জানা গিয়েছে যে, পিএম কিষাণ -এর সুবিধা পাওয়ার জন্য কৃষকদের জমি যাচাই করা বাধ্যতামূলক। যেসমস্ত কৃষকরা এখনো পর্যন্ত নিজেদের জমি সংক্রান্ত তথ্য সরকারি ক্ষেত্রে আপডেট করেননি তারা যতো দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি সম্পন্ন করুন, নাহলে আপনারা কোনোভাবেই পিএম কিষাণ -এর আওতায় ১৪তম কিস্তির অনুদান পাবেন না।

আরও পড়ুনঃ- মাত্র ৫০০ টাকার বিনিময়ে মিলবে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার। রাজ্য সরকারের নয়া নির্দেশিকা, জেনে নিন।

পিএম কিষাণ -এর ১৪ তম কিস্তির অনুদান প্রদান সংক্রান্ত এই নতুন নিয়ম জারি করা হলে আগামী দিনে কবে পিএম কিষাণ -এর আওতায় অনুদান পাওয়া যাবে তা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের কৃষকরা। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে, আগামী মে মাসে কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় ১৪ তম কিস্তির টাকা পেতে পারেন। যদিও এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে পিএম কিষাণ -এর কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।