১৪ই মার্চ থেকে রাজ্যজুড়ে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। আর মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্যই পর্ষদের তরফে মাধ্যমিকের ন্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও ২০ দফার গাইডলাইন (HS Exam Rules) কার্যকর করা হয়েছে। এর পাশাপাশি নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, আগামী দিনে পর্ষদের তরফে প্রকাশিত এই গাইডলাইন মেনেই শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে।
পর্ষদের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ছাত্র-ছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্রে কোনরকম ইলেকট্রনিক গেজেটসহ অনুপ্রবেশ না করতে পারে তার জন্য এবার পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে পর্ষদের তরফে। জানা গিয়েছে যে, গোটা রাজ্যে ২৩৫ টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত পরীক্ষাকেন্দ্রেই এই মেটাল ডিটেক্টর রাখা হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পূর্বে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সার্চ করা হবে। এছাড়াও প্রশ্নপত্রের সুরক্ষার জন্য মেন ভেনুতে ২ জন কাউন্সিল নমিনিকে রাখা হবে এবং প্রত্যেকটি ভেনুতে ১ জন করে কাউন্সিল নমিনিকে নিযুক্ত করা হবে।
এর পাশাপাশি কোনোরকম সমস্যা যাতে না হয় তার জন্য পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করার ক্ষেত্রেও গাইডলাইন (HS Exam Rules) জারি করা হয়েছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, সেন্টার ইনচার্জ এবং ভেনু সুপারভাইজার ছাড়া আর কারোর পরীক্ষা কেন্দ্রে ফোন নিয়ে ঢোকার অনুমতি নেই। এমনকী পরীক্ষা শুরু হওয়ার পর যেকোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর পরীক্ষার হল ছেড়ে বাইরে যাওয়ার ক্ষেত্রেও অনুমতি প্রদান করা হয়নি পর্ষদের তরফে। এর পাশাপাশি প্রত্যেকটি স্কুল এবং শিক্ষকদের পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে জারি করা নির্দেশিকা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ২ জন করে ইনভিজিলেটর রাখা হবে। কারো কাছে মোবাইল নেই এই বিষয়টি সুনিশ্চিত করার পরই প্রশ্নপত্র বিতরণ করা হবে ইনভিজিলেটরদের তরফে।
জিওর নতুন রিচার্জ প্ল্যান, ১৪৯ টাকায় পাওয়া যাবে রোজ ১ জিবি করে ডেটা
ভেনু সুপারভাইসারদের নির্দিষ্ট আইডেন্টি কার্ড দেওয়া হবে, প্রশ্নপত্র যে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এই বিষয়টি নিশ্চিত করা হবে তাদের তরফে। এছাড়াও এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্রশ্নপত্র যখন খোলা হবে তখন একজন কাউন্সিল নমিনী এবং একজন পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক। তবে কোনোক্ষেত্রে যদি ছাত্র-ছাত্রীদের নজরদারির ক্ষেত্রে কোনোরূপ গাফিলতি সামনে আসে তবে আগামী দিনে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হবে পর্ষদের তরফে, এমনটাই জানানো হয়েছে এই নির্দেশিকায়। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই দিন সেই বিষয়ে কোনো শিক্ষককে ডিউটিতে রাখা যাবে না।
এই নির্দেশিকায় সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও জানানো হয়েছে যেকোনো ছাত্র কিংবা ছাত্রীর কাছে যদি মোবাইল কিংবা অন্য কোনোরকম ইলেকশনের গেজেট পাওয়া যায় তবে উক্ত ছাত্র অথবা ছাত্রীর পরীক্ষা বাতিল করা হবে। তবে কোনোক্ষেত্রে যদি কোনো স্কুলে গণটোকাটুকির অভিযোগ ওঠে তবে উক্ত স্কুলের রেজাল্ট স্থগিত রাখা হবে, এমনকী স্কুলের স্বীকৃতি ও বাতিল করা হতে পারে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। এছাড়াও পরীক্ষাকেন্দ্রের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সমস্ত কাউন্সিল নমিনীদের প্রত্যেকদিন সকাল ৮ টা থেকে ভেনুতে উপস্থিত থাকতে হবে।
আবেদন করুন কেন্দ্র সরকারের তারবন্দি যোজনায় এবং পেয়ে যান সর্বোচ্চ ৪০,০০০ টাকা
এর পাশাপাশি নির্দেশিকা আরো উল্লেখ করা হয়েছে যে, প্রত্যেক ভেনু সুপারভাইজারকে একটি Exam Confidential Format দেওয়া হবে। যদি কোনো পরীক্ষাকেন্দ্রে কোনোরূপ অবাঞ্ছিত ঘটনা ঘটে তবে তা এই ফরম্যাটে সঠিকভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও প্রত্যেক ভেনু সুপারভাইজারকে একটি Question Distribution Formatও দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথমে সিল খুলে প্রশ্নপত্র একটি পৃথক খামে ভরে সেটিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রশ্নপত্র এবং উত্তরপত্রগুলির সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রশ্নপত্র এবং উত্তরপত্র আনা নেওয়ার সময়ে পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে পর্ষদের তরফে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, পরীক্ষার দিনগুলিতে ভেনু সুপারভাইজারদের কক্ষে প্রবেশের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম জারি করা হবে। এমনকী পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, টুকলি কিংবা অন্যকোনো অসৎ উপায় অবলম্বন করে উত্তর লেখা, শিক্ষক কিংবা শিক্ষিকা নিগ্রহ, বিদ্যালয় যেকোনো রকম সম্পত্তি নষ্ট করা, উত্তরপত্র ছিঁড়ে ফেলা অথবা উত্তরপত্র বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা সহ উত্তরপত্রে যেকোনো অনৈতিক কাজের বিষয় কিংবা অশালীন শব্দ উল্লেখ করলে প্রত্যেক ভেনু সুপারভাইজার RA করতে পারবেন। এক্ষেত্রে এই বিষয়টি উল্লেখ করে ভেনু সুপারভাইজারদের জন্য RA Format সহ নির্দেশ পাঠানো হয়েছে। এছাড়াও কোনোরূপ অনৈতিক কাজ বন্ধ করার জন্য পরীক্ষা চলাকালীন প্রথম ১ ঘণ্টায় ছাত্র-ছাত্রীদের টয়লেটে যাওয়ার ক্ষেত্রেও নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকী এও জানানো হয়েছে যে, ১২:৪৫ এর পূর্বে কোনো ছাত্র-ছাত্রী হল ছেড়ে বেরোতে পারবেন না।