অন্যান্য

Holiday – রাত পোহালেই টানা দুই দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা

বাঙালি সবচেয়ে বেশি খুশি হয় ছুটি পেলে। আর সেটা যদি অতিরিক্ত ছুটি (Holiday) হয় তবে তো কোনো কথাই নেই। বছরের শুরুতেই নবান্ন লিস্টের মাধ্যমে সারা বছরের ছুটির দিন ঘোষণা করে দিয়েছে তার মধ্যে পুজো থেকে ঈদ সমস্ত কিছুই রয়েছে।

রাত পোহালেই বাঙালির বড়ো উৎসব দোলযাত্রা। নবান্নের নোটিস অনুযায়ী, দোলযাত্রার জন্য ৭ই মার্চ অথাৎ মঙ্গলবার এবং হোলির জন্য ৮ই মার্চ অথাৎ বুধবার ছুটি (Holiday) পেতে চলেছেন রাজ্যবাসী।

বিশেষ সূত্র অনুযায়ী, DA নিয়ে ধর্মঘট ডাকা হয়েছিল ৯ই মার্চ, সেটা পরে বিশেষ কারণে ১ দিন পিছিয়ে গিয়ে ১০ই মার্চ হয়েছে। নাহলে বাঙালি একই সঙ্গে তিনদিনের ছুটি উপভোগ করতে পারতেন।

আপনার স্বাস্থ্য সাথী কার্ডে কতো টাকা ব্যালেন্স রয়েছে জানেন কি? চেক করুন এইভাবে।

৭ এবং ৮ তারিখ দোল উপলক্ষ্যে বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ সহ গোটা রাজ্যের অফিস কাচারি সমস্ত কিছু। তাই আপনি যদি সরকারি কর্মী হয়ে থাকেন তবে এই দুদিনকে কাজে লাগিয়ে কোথাও একটা কাছে-পিঠে ঘুরে আসতেই পারেন।

মাঝে ৯ তারিখ বাদ দিয়ে ১০ তারিখ DA আন্দোলনকারীদের ধর্মঘট, সূত্রের খবর অনুযায়ী সেদিনও বন্ধ থাকতে পারে সমস্ত কিছু এবং তার পরের দিন শনিবার মানে অর্ধ দিবস কাজ এবং ঠিক তার পরের দিন রবিবার মানে আবারো পুরো একটা দিন ছুটি।

সেভাবে দেখতে গেলে এই সপ্তাহে প্রায় পুরো সপ্তাহই ছুটি হিসেবেই কাটতে চলেছে সমস্ত সরকারি কর্মী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের।

Related Articles

Back to top button