two-thousand-rupees-notes-are-banned-in-india
Advertisement

দু হাজার টাকা নোট আর এদেশে চলবেনা বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত! তবে এবারে তড়িঘড়ি করার কিছু নেই। গতবারের নোটবন্দিতে মানুষের উপর আকাশ ভেঙে পড়েছিল। তারা এক রাতের মধ্যে জানতে পারে সব পাঁচশো হাজার টাকার নোটের আর কোনো মূল্য নেই। এবারে সেপ্টেম্বর মাস অবধি সময় দিয়েছে রিজার্ভ ব্যাংক। এই দুহাজার টাকার নোট পরিবর্তনের কারণ কী! হঠাৎ করে যখন কালো টাকা ধরার দাবিতে পাঁচশো হাজার টাকা বাতিল হয় তখনই দু হাজার নোট বাজারে আসে। তবে এবারে ভয় পাবার কারণ অনেক কম। ২০০০ টাকার নোটটি বাতিল হচ্ছেনা। এবার থেকে ঐ নোট আর ব্যাঙ্ক দেবেনা। নোট পরিবর্তনের জন্য ব্যাঙ্কে গিয়ে আপনাকে কিছু নিয়ম মানতে হবে।

Advertisement

২০১৭ সালের পর আর ২০০০ টাকা ছাপা হয়নি। পুরোনো নোট দিয়েই বাজারে ঘাটতি মিটছিল। কিন্তু সেই নোট পাঁচ বছর ব্যবহার করা যায় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী। অর্থাৎ এই ২০২৩ এ তার মেয়াদ শেষ হয়ে আসছে। তাই এই নোট আর দেবেনা কেউ। আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে আপনি নিজের অ্যাকাউন্টে ফেলে রাখতে পারেন। আপনি যদি ব্যাঙ্কে গিয়ে টাকা পরিবর্তন করতে চান তাহলে একটা কথা মাথায় রাখবেন সর্বোচ্চ ২০০০০ টাকার নোট অবধি পরিবর্তন করা যাবে একদিনে অর্থাৎ ১০ টি নোট পরিবর্তন করতে পারেন। আপনি সুবিধা বুঝে সিদ্ধান্ত নিয়ে নেবেন সেপ্টেম্বর মাসের আগে। শেষ মূহুর্ত অবধি ফেলে রাখবেন না এতে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে ব্যাঙ্কে। আপনি যে পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ফেলবেন ২০০০ টাকার নোট তার পরিবর্তে আপনি অন্য নোট পাবেন কিন্তু।

Advertisement

আরও পড়ুন:- কেন্দ্রীয় হারে ডিএ মিলবে রাজ্য সরকারি কর্মীদের, বড় ঘোষণা নাবান্নের।

এমন সিদ্ধান্ত এর আগেও রিজার্ভ ব্যাংক নিয়েছে। তাৎক্ষণিকভাবে বাজারের ঘাটতি মেটাতে এত বড়ো নোট এনেছিল মনে করা হয়। সুবিধা অসুবিধা অনুযায়ী এর আগেও রিজার্ভ ব্যাংক অনেক কয়েন, নোট তুলে নিয়েছে। ছোটো দু টাকার, পাঁচ টাকার নোট যেমন আজ আর দেখা যায়না।