Unique Business Ideas – জানুন কীভাবে করবেন এই ব্যাবসা?
এই সময় দাঁড়িয়ে চাকরির অবস্থা খুব খারাপ (Unique Business Ideas). পৃথিবী জুড়ে যে পরিমাণ মন্দা চলছে তাতে আজ একাধিক বড়ো কোম্পানিও তাঁদের কর্মী ছাঁটাই করছে। এই পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যায় আছে যুব সমাজ। দেশে চাকরির অবস্থা আরো খারাপ। রাজ্য বা কেন্দ্র কেউই নিয়মিত চাকরির পরীক্ষা নিচ্ছে না। আবার কোনোদিন পরীক্ষা হলেও তাতে রেজাল্ট কবে বেরোবে কেউ জানেনা।
বাধ্য হয়ে বেসরকারি কোম্পানিতে চাকরি করছে অনেকেই। কিন্তু ছোটো বড়ো যে কোম্পানিতে করুক সবারই মনে চাকরি হারানোর ভয় জন্মে গেছে। এই পরিস্থিতিতে অনেক ছোটো ব্যাবসা, স্টার্ট আপ এসব করার কথা ভাবনা চিন্তা করছে। ছোটো ব্যাবসা করে নিজের পায়ে দাঁড়াতে সরকার অনেক লোনও দিচ্ছে। তেমনই একটি ব্যাবসা হলো মুক্ত ব্যাবসা যেটা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে সব থেকে বেশি জনপ্রিয়।
এই বিষয়ে সরকারের তরফে ট্রেনিং দেওয়া হবে। আপনি ব্যাবসা যত বড়ো করতে চাইবেন তার উপর নির্ভর করে পুঁজি কত লাগবে। প্রাথমিক ভাবে ছোটো করে ব্যাবসা করতে চাইলে ৪০ হাজার টাকা লাগবে যা দিয়ে আপনি ৫০০টি মতো ঝিনুক চাষ করতে পারেন।
আর যদি বড়ো করে ব্যাবসা করতে (Unique Business Ideas) চান তাহলে আপনার খরচ হবে চার লক্ষ্য টাকা যাতে আপনি ২৫ হাজার ঝিনুক চাষ করতে পারবেন। ঝিনুক তৈরি করতে প্রথমে লাগবে একটি পুকুর যেটা একটু বড়ো হতে হবে। একটি ঝিনুকের ভিতর দুটো মুক্তো থাকে। একটার দাম একশো কুড়ি টাকা। আপনার চাষের অর্ধেক মুক্ত বিক্রি হলেই লাখ লাখ টাকা।
এই মুক্ত চাষ করতে হলে দশ থেকে পনেরোদিন বেঁধে রেখে দিতে হয়। এরপর ১৫ দিন হয়ে গেলে একএক করে ছুঁড়ি দিয়ে ছাজ বা কণা ঢোকাতে হবে। এতে সরকারের থেকে লোন ভালো পাওয়া যায়।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link