unique-business-ideas-for-every-indians
Advertisement

জানুন কোন ব্যবসা করলে স্বল্প পুঁজিতে হবে বেশি লাভ।

প্রতিদিন একই সময়ে অফিস গিয়ে সারাদিন অন্যের কথায় কাজ করে অনেকেই নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে ওঠে। তারওপর কোনো ছুটি নেই। কোম্পানি নিজের মতো ইচ্ছামতো করে কাজ করায়। এই পরিস্থিতিতে একাধিক ব্যাক্তি চাইছে নিজের মতো ব্যাবসা করতে। সময়ের সাথে ব্যাবসার ধরনেও পরিবর্তন এসেছে। অনলাইন অফলাইন যেকোনো জায়গায় আপনি পছন্দ মতো ব্যাবসা করতেই পারেন। এখন অনেকেরই সবার কাস্টোমাইজড জিনিস খুব পছন্দ।

Advertisement

তারা অনলাইন অফলাইন দুই জায়গা থেকে নিজের জন্য বানাচ্ছে আবার ভালোবাসার মানুষকে উপহার দিচ্ছে। সে ঘড়ি থেকে কফিমগ সব জায়গাতেই এখন করা হচ্ছে। এখানে আপনার ইনভেস্টমেন্ট খুব বেশি লাগেনা তাই আপনি অনলাইন না অফলাইন কোথায় করবেন বেছে নিন।

Advertisement

বাকি মাত্র ৩৬ দিন, ঘরে বসে বিনা খরচে আইটিআর ফাইল জমা দেবেন কীভাবে? জানুন সঠিক পদ্ধতি।

আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে লোক না রেখে অন্য বিষয়টাতে রাখুন। প্রতিটি দপ্তরেই অভিজ্ঞ লোক থাকলে কাজ করতে সুবিধা হবে। আইনি জটিলতা আগে থেকেই বুঝে নিন। কোম্পানির রেজিস্ট্রেশন জিএসটির সব কাগজ ঠিক করে রাখুন।

আপনি যদি কফি মাগে ডিজাইন করবেন ঠিক করেন তাহলে বাজারে জনপ্রিয় সব ধরনের কফি মগের মডেলই আপনাকে রাখতে হবে। যেমধ সেরামিক মাগ, ট্রান্সপারেন্ট মাগ, পটারি মাগ, ট্রাভেল মাগ, স্টিল মাগ, ম্যাজিক মাগ। কোনোটা শুধু কাস্টোমাইজড হয় আবার কোনোটাতে গরম চা কফি ঢাললে কাস্টোমাইজড হয়।

এই সব প্রিন্ট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যাবহার করতে হবে যেমন কাস্টম ফন্ট ম্যানেজার, অ্যাড কোটস অপশন, মেসজ, টেক্সট ফিচার। ১০ হাজারের বেশি ধরনের কাস্টোমাইজড হয়।