update-aadhaar-card-sitting-at-home
Advertisement

আজকালকার দিনে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি নিজের আইডেন্টিটি প্রমাণ করার জন্য। আধার কার্ড আপনার পরিচয়ের প্রমাণ দেয় বিভিন্ন ক্ষেত্রে। সেহেতু আধার কার্ডের আপডেট থাকা খুব প্রয়োজন। ফোন নম্বর বা বাড়ির ঠিকানা বদল হলে তা আধার কার্ডে আপডেট করে নেওয়া উচিত। তবে জানেন কি আপনি চাইলে বাড়িতে বসেও আধার কার্ড আপডেট করতে পারেন? আপনাকে আর আধার সেবা কেন্দ্রে কিংবা পোস্ট অফিসে গিয়ে লাইন দিতে হবে না।

Advertisement

তবে মাথায় রাখতে হবে, বাড়িতে বসে মানে কিন্তু অনলাইনে নয়। অনলাইনে আধার কার্ড আপডেট করার সময়সীমা পেরিয়ে গিয়েছিল। গত জুন মাস পর্যন্ত যারা নিজেদের আধার আপডেট করে নিয়েছেন তাদের কোন সমস্যা নেই। কিন্তু যারা আপডেট করেননি তাদের আপডেট করানো বাধ্যতামূলক। কিন্তু অনেকেই থাকেন যাদের পক্ষে গিয়ে লাইন দেওয়া সম্ভব নয়। সাধারণত বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষদের পক্ষে এটি তো কোনোভাবেই সম্ভব নয়।

Advertisement

এক্ষেত্রে করণীয় কী? এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউআইডিএআই। কেন্দ্রের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যারা আধার কেন্দ্রে এসে আধার কার্ড আপডেট করতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে আপডেটের কাজ করে দেওয়া হবে। অর্থাৎ নিজের বাড়িতে বসেই মানুষ আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারবেন এখন থেকে। স্বভাবতই এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকে।

আরও পড়ুন:- আবারো যেতে পারে ৯০৭ জন স্কুল শিক্ষকের চাকরি। নামের লিস্ট প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের।

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন এই আপডেটের জন্য? যেই ব্যক্তি বাড়িতে বসে আধার কার্ড আপডেট করতে চাইছেন তাকে আধার সেবা কেন্দ্রে গিয়ে নিজের যাবতীয় নথিপত্র জমা দিতে হবে। স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির পক্ষে যাওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে বাড়ির লোক গিয়ে যদি আধার কেন্দ্রে আবেদন করে আসে তাহলেও হবে। আবেদনপত্রের সঙ্গে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র বা প্রতিবন্ধী সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন অনুমোদিত হলে আধার কর্মীরা বাড়িতে নির্দিষ্ট কিট নিয়ে যাবেন আধার কার্ড আপডেট করতে। তবে মাথায় রাখবেন বাড়িতে এসে আধার কার্ড আপডেট করালে কিন্তু ৭০০ টাকা অতিরিক্ত লাগবে। এটি হোম এনরোলমেন্ট ফি। এছাড়াও কেউ যদি নিজের ডেমোগ্রাফি আপডেট করতে চায় তাহলে লাগবে ৫০ টাকা এবং বায়োমেট্রিক আপডেট করালে লাগবে ১০০ টাকা।