upi-payment-can-be-done-directly-by-yono-sbi-from-now
Advertisement

ভারতের সবচেয়ে বড় এবং প্রাচীন বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনেক সময় বিভিন্ন কারণবশত অনেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা এসবিআই-এর সার্ভিস নিয়ে উপহাস করে থাকেন। তবে এবার সব্বাইকে যোগ্য জবাব দিতে, এক নতুন ফিচার নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম YONO অ্যাপ। এবার সমস্ত ইউপিআই গুলিকে কড়া টক্কর দিতে দুর্দান্ত ফিচার আনতে চলেছে YONO। খুব শীঘ্রই Google Pay, PhonePe এবং Paytm-কে চ্যালেঞ্জের মুখে ফেলতে ইউপিআই সার্ভিস চালু করছে YONO। বলাই বাহুল্য এই পরিষেবার মাধ্যমে খুব শীঘ্রই দেশের এই বৃহত্তম ব্যাঙ্ক, দেশের বৃহত্তম ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে পরিণত হবে।

Advertisement

জানা যাচ্ছে, এই ফিচারের মাধ্যমে যেকোন মানুষ এসবিআই-এর YONO অ্যাপে UPI পেমেন্ট করতে পারবেন। সবচেয়ে মজার জিনিস হল এর জন্য আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার না হলেও চলবে। আপনার শুধুমাত্র ব্যাংক একাউন্ট থাকলেই আপনি এই অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোক না কেন, আপনি YONO অ্যাপে ইউপিআই সার্ভিস-এর জন্য নিজেকে রেজিস্টার করতে পারবেন।

Advertisement

আরও পড়ুন:- আগামী বছরই লোকসভা নির্বাচন, মানুষকে কাছে টানতে নতুন প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার।

একইসঙ্গে জানিয়ে রাখি, সাধারণ মানুষের যাতে সুবিধা হয় এই অ্যাপটি ব্যবহার করতে সেই জন্য আরো কয়েকটি ফিচার আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই-এর চেষ্টা YONO অ্যাপে UPI পেমেন্টকে সহজ থেকে সহজতর করে দেওয়া যাতে অন্যান্য অ্যাপগুলিকে টক্কর দেওয়া যায়। জানা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি শুধুমাত্র QR কোড স্ক্যান করে কিংবা নিজের কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের ডাইরেক্ট টাকা ট্রান্সফার করতে পারবেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মাসের শুরু থেকেই SBI YONO অ্যাপে এই নতুন ফিচারস গুলি একটু একটু করে লঞ্চ করা শুরু করেছিল। অনেকেই এটি ব্যবহার করেছেন এবং অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আপনিও যদি চান আপনি এই অ্যাপটি প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর থেকে নামিয়ে ব্যবহার করতে পারেন। বলাই বাহুল্য এসবিআই-এর এই সিদ্ধান্তে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে PhonePe, Google Pay এবং Paytm-এর মতো সংস্থাগুলি।