বেশিরভাগ মানুষই তাদের ভাগ্য পরিবর্তনের খাতিরে লটারি কেটে থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লটারিতে পুরস্কার জেতার বদলে খালি হাতে ফিরতে হয়। তবুও দিনের পর দিন লটারি কেটে চেষ্টা চালিয়ে যেতে থাকেন সাধারণ মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ নাগরিকরা মনে করেন লটারি জেতা সম্পূর্ণভাবে ভাগ্যের উপর নির্ভর করে, ভাগ্যে না থাকলে কোনোভাবেই লটারি জেতা সম্ভব নয়। অন্যদিকে, কিছু এমন মানুষও রয়েছেন যারা মনে করেন কতোগুলি ট্রিকস (Lottery Winning Tricks) সঠিকভাবে জানলেই লটারি জেতা সম্ভব। কিন্তু বেশিরভাগ মানুষই এই সমস্ত গোপন ট্রিকসগুলি সম্পর্কে জানেন না। আর তাই আজকের এই পোস্টে আমরা লটারি জেতার এমন কতোগুলি গোপন নিয়ম নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা অত্যন্ত সহজেই লটারি জিতে নিতে পারবেন।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
চলুন তবে লটারি জেতার এই গোপন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক:-
প্রথমে বলে রাখি যে, লটারি কাটার ক্ষেত্রে লটারির শেষের ৫ টি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নম্বরগুলির মধ্যে শেষের দুটি নম্বরকে লাস্ট নম্বর, মাঝের দুটি নম্বরকে মিডল নম্বর এবং প্রথমের নম্বরটিকে ব্যাক নম্বর বলা হয়ে থাকে। তবে যেকোনো লটারির ব্যাক নম্বর কিংবা লাস্ট নম্বর নির্বাচনের মিডল নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এক্ষেত্রে লাস্ট নম্বর দুটি নির্বাচন করার ক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য হয় তা হল মিডল নম্বরে যে দুটি সংখ্যা রয়েছে সেই দুটি সংখ্যার যোগফল এবং শেষে থাকা সংখ্যা দুটির যোগফল অবশ্যই সমান হতে হবে। ধরুন, কোনো লটারির মিডল নম্বর যদি ৩২ হয় তবে তার সম্ভাব্য শেষ নম্বরটি ৪১, ১৪, ০৫, ৫০, ২৩, ৩২ হতে পারে।
এক্ষেত্রে প্রথমে যে প্রশ্নটি আসবে তা হলো এতোগুলি নম্বরের মধ্যে থেকে সঠিক লাস্ট নম্বরটি নির্বাচন করবেন কিভাবে। আর তার উত্তরে বলতে হয়, লাস্ট নম্বরের শেষ ডিজিট নির্বাচন করার ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো মিডল নম্বরের প্রথম ও দ্বিতীয় ডিজিট দুটি এবং এই ডিজিট দুটির ঠিক বিপরীত সংখ্যাটি লাস্ট নম্বরের শেষ ডিজিট হবে। অর্থাৎ কোনো লটারির মিডল নাম্বার যদি ৪২ হয় তবে লাস্ট নাম্বারে শেষ সংখ্যাটি ৪ অথবা ২ কিংবা ৪ এর বিপরীত সংখ্যা (৭) অথবা ২ এর বিপরীত সংখ্যা (৭) হতে পারে।
বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর -এর লিস্ট চেক করুন।
অন্যদিকে, শেষ নম্বরের প্রথম ডিজিটটি নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে যে নিয়মটি অনুসরণ করতে হবে তা হলো, মিডল নম্বরের সেকেন্ড ডিজিটের সংখ্যাটি কিংবা সেকেন্ড ডিজিটের আগের অথবা পরের সংখ্যাটি লাস্ট ডিজিটের প্রথম নম্বর হবে। ধরুন, কোনো লটারির মিডল নাম্বার ৪২ রয়েছে, সুতরাং, এক্ষেত্রে লাস্ট নম্বরের সম্ভাব্য প্রথম ডিজিটটি ২ কিংবা ২ এর বিপরীত আগের এবং পরের সংখ্যা যথাক্রমে ১, ৩ হবে।
লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ হলো রাজ্যে। টাকা পেতে সকলকে করতে হবে এই কাজ।
সুতরাং, উপরোক্ত পদ্ধতিতে লটারির নম্বর নির্বাচন করে দেখতে পারেন আপনার ভাগ্যে পুরস্কার জোটে কিনা। তবে এই সমস্ত নিয়মগুলি মেনে টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন তা নয়। লটারি অনেকটাই ভাগ্যের উপরেও নির্ভরশীল। আমরা কেবলমাত্র বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল তুলে ধরার চেষ্টা করেছি। সুতরাং, আপনি চাইলে এই নিয়মগুলি মেনে লটারি টিকিট কেটে দেখতে পারেন আপনার ভাগ্যে পুরস্কার রয়েছে কিনা।