verification-of-ration-card
Advertisement

ভারতে রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। দেশের সব গরিব মানুষ যেন নিজের ভাগের রেশন পান তা দেখতে বদ্ধপরিকর থাকে সরকার। তবে এই রেশন নিয়ে বিভিন্ন সময় উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। অধিকাংশ সময়ই দেখা যায় যাদের বেশি রেশন দরকার নেই তারা বেশি এবং বিনামূল্যে রেশন পাচ্ছেন। অন্যদিকে যাদের সত্যিই দরকার তারা কার্ডের ক্যাটাগরি আপডেট করতে পারছেন না বলে প্রাপ্য রেশন পাচ্ছেন না। তবে এই পরিস্থিতিতে এবার লাগাম টানতে বদ্ধপরিকর সরকার। জানা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে রেশন কার্ড যাচাই প্রক্রিয়া।

Advertisement

আরও পড়ুন:- আধার কার্ড নিয়ে উঠে এলো বড়ো আপডেট। সকলকে করতে হবে এই কাজ।

এই প্রক্রিয়ার মাধ্যমে সব ব্যক্তির রেশন কার্ড যাচাই করে দেখা হবে সরকারের তরফে। যারা আর্থিকভাবে স্বচ্ছল কিন্তু তা সত্ত্বেও রেশনের সব সুবিধা নিয়ে যাচ্ছেন তাদের পরিবর্তন হবে রেশন কার্ডের ক্যাটাগরি। জানা যাচ্ছে এই সকল মানুষদের RKSY-1 এবং RKSY-2 ক্যাটাগরি দেওয়া হবে। উপরন্তু যাদের সত্যিই রেশন দরকার, তাদেরও ক্যাটাগরি পরিবর্তিত হবে প্রয়োজনে। আয়ের ভিত্তিতে তাদের রেশন কার্ডের ক্যাটাগরি হতে পারে AAY, SPHH কিংবা PHH।

Advertisement
ration-card-verification

আসলে বিধানসভার বাদল অধিবেশনের হরিণঘাটার বিধায়ক অসীম সরকার জানান তার AAY ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। স্বাভাবিকভাবেই একজন বিধায়কের এই রেশন কার্ডের কোন প্রয়োজন নেই। সেহেতু, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ হরিণঘাটার বিধায়ককে জানান রেশন কার্ড সারেন্ডার করতে। এরপরেই খাদ্যমন্ত্রী জানান, ২০১৪ সালের আর্থ-সামাজিক স্তরের উপর ভিত্তি করে প্রত্যেক মানুষকে রেশন কার্ড দেওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভুল ভ্রান্তি থাকার কারণে, কিংবা ভুল তথ্য পাওয়ার কারণে এমন অনেক মানুষই সবচেয়ে উন্নত মানের রেশন কার্ড পেয়েছেন যাদের পাওয়ার প্রয়োজন ছিল না।

আরও পড়ুন:- বেড়ে গেল ATM চার্জ, এবার ATM থেকে টাকা তুলতেও গুনতে হবে মোটা টাকা।

এরপরেই খাদ্যমন্ত্রীর সংযোজন, ইতিমধ্যেই এমন উপভোক্তাদের কার্ড চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এছাড়াও সকলের রেশন কার্ড যাচাই শুরু হয়ে গিয়েছে রাজ্যের জায়গায় জায়গায়। খুব শীঘ্রই তাদের রেশন কার্ড বাতিল করে সঠিক ক্যাটাগরির রেশন কার্ড দেওয়া হবে।