আর কি কি জানালেন জানতে হলে পড়ুন বিস্তারিত।
১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। শেষবার ২০১১ সালে ভারতে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। সেবছর মহেন্দ্র সিং ধোনির হাত ধরে বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেই দলে অন্যতম তরুণ তুর্কি ছিলেন বিরাট কোহলি। সেই বিরাট এখন নিজের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। অনেকেই মনে করছেন, এ বারই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই এবার বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করার একটি খিদে থাকবে তার মধ্যে। তবে এই নিয়ে দ্বিমত পোষণ করেন বিরাটের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল।
RBI এর নতুন নিয়ম, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে মানতে হবে এই নিয়ম, নইলে বন্ধ হবে লেনদেন।
বিরাটের বিশ্বকাপ জেতার খিদে নিয়ে কোন সংশয় নেই গেইলের। তবে এটিই বিরাটের শেষ বিশ্বকাপ এমনটা মানতে নারাজ এই ক্যারিবিয়ান কিংবদন্তি। আইপিএলে আরসিবি দলের হয়ে দীর্ঘ দিন একসঙ্গে খেলেছেন গেল এবং কোহলি। এই প্রসঙ্গে বলতে গিয়ে গেইল জানান, পরের বিশ্বকাপ বিরাট খেলতেই পারে। তার মতে বিরাট অত্যন্ত ফিট একজন খেলোয়াড়। তার পক্ষে আরো ৪ বছর খেলা চালিয়ে যাওয়া কোন বড় ব্যাপার নয়। সুতরাং ২০২৭ বিশ্বকাপে বিরাট ভারতের জার্সিতে খেললে তিনি অবাক হবেন না।
বিরাটের পাশাপাশি ১৫ই অক্টোবর হতে চলা ভারত পাকিস্তান ম্যাচ নিয়েও মুখ খুলেছেন গেইল। তিনি জানান ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা থাকে বিশ্বজুড়ে। এতে আয়োজক এবং ব্রডকাস্টাররা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারেন। তাই দুই বোর্ডের কাছে গেইলের আবেদন তারা যেন আরো ঘন ঘন ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করেন।
গেইল বলেছেন, “ভারত-পাকিস্তানের মতো দুটো দেশ যখন একে অপরের সঙ্গে বিশ্বকাপের মত মঞ্চে মুখোমুখি হলে তা নিয়ে অনেক উত্তেজনার সঞ্চার হয় বিশ্বজুড়ে। সেই কারণে টিভিতে ম্যাচ সম্প্রচার করে অনেক বেশি টাকা পেতে পারেন ব্রডকাস্টাররা। আমি কোনও দেশের বোর্ড বা আইসিসির দায়িত্বে নেই। থাকলে অবশ্যই অতিরিক্ত টাকা চাইতাম।”