vivekananda-scholarship-payment-update-in-march
Advertisement

রাজ্য সরকারের তরফে কার্যকর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান (Vivekananda Scholarship Payment) কবে দেওয়া হবে তা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বারংবার নানাবিধ প্রশ্ন উঠেছে। আর ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের এই প্রশ্নের উত্তর মিলেছে। রাজ্যবাপী ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান প্রদান সংক্রান্ত এক বিশেষ আপডেট সামনে আনা হয়েছে।

Advertisement

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে? জানিয়ে দিল পর্ষদ সভাপতি।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে অনুদান কবে পাওয়া যাবে কিংবা আদেও অনুদান পাওয়া যাবে কিনা তা নিয়ে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে প্রশ্নের শেষ ছিল না। এমনকী রাজ্য সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ সহ রাজ্য সরকারের অন্যান্য উদ্যোগগুলিকে নজরে রেখে আগামী দিনে আদেও স্কলারশিপের অনুদান দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অর্থনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর বিভিন্ন ক্ষেত্রের এইসকল মন্তব্যকে নস্যাৎ করে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছিল যে, খুব শীঘ্রই যোগ্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে অনুদান পেতে চলেছেন।

Advertisement

আর এবারে এই দাবিকে সত্যি প্রমাণ করে ছাত্র-ছাত্রী সহ সমগ্র রাজ্যের নাগরিকদের জন্য বিভিন্ন সূত্রের তরফে জানানো হয়েছে যে, আগামী মাস অর্থাৎ মার্চ মাসেই শুরুতেই ছাত্র-ছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের আবেদনের স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Sanctioned হয়েছে। মনে করা হচ্ছে যে, এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের প্রক্রিয়া মার্চ মাসের শুরুতেই সম্পন্ন করা হবে। তবে একই সাথে একই দিনে রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদান করা সম্ভব নয়, আর তাতেই এক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগবে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে।

রেশন তোলার নিয়মে আনা হলো বড়ো পরিবর্তন। রেশন তুলতে যাবার আগে জেনে নিন।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গের বহু সংখ্যক ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের আওতায় আবেদন জানানোর কারণে একই লটে সকলকে অনুদান প্রদান (Vivekananda Scholarship Payment) সম্ভব নয়। যেসকল ছাত্র-ছাত্রীরা এই লটে অনুদান পাবেন না তাদের জন্য পরবর্তীতে পুনরায় অনুদান প্রদানের প্রক্রিয়াটি কার্যকর করা হবে। তবে যেসকল ছাত্র-ছাত্রীদের আবেদনের স্ট্যাটাস বর্তমানে Sanctioned হয়ে রয়েছে তারা যদি এই লটে অনুদান না পান তবে আগামীতে তাদের স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Approved হয়ে যাবে। আগামী দিনে পুনরায় অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হলে আবেদনের স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Sanctioned হয়ে যাবে। সুতরাং, আবেদনের স্ট্যাটাস sanctioned থেকে পরিবর্তিত হয়ে Approved হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই।