অন্যান্য

Volunteer Recruitment – শুধু মাত্র মাধ্যমিক পাশে গ্রামে গ্রামে দুইজন করে ভলেন্টিয়ার নিয়োগ। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

সমগ্র দেশের যুবক-যুবতীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। National Youth Corps -এর অধীনে ভলেন্টিয়ার নিয়োগ (Volunteer Recruitment) করা হবে, এমনটাই জানা গিয়েছে National Youth Corps -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে।

ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী চাকরিপ্রার্থীদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে রাজ্যবাসীকে জানিয়ে রাখি যে, আজকের এই পোস্টে আমরা National Youth Corps -এর অধীনে যেসমস্ত ভলেন্টিয়ার নিয়োগ হবে তাদের আবেদনের যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য তথ্যগুলি নিয়ে আলোচনা করতে চলেছি।

আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. ভারতে বসবাসকারী ১৮ থেকে ২৯ বছর বয়সী মহিলা এবং পুরুষ এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
২. আবেদনকারী প্রার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন।
এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, যেসমস্ত আবেদনকারীদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর জ্ঞান রয়েছে তাদের উপরোক্ত শূন্যপদগুলির অধীনে যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যেসকল আবেদনকারীরা NYKS -এর সঙ্গে যুক্ত ইয়ুথ ক্লাবগুলির মেম্বার, তারাই এই শূন্যপদগুলির অধীনে আবেদন জানাতে পারবেন।

আগামী মাস থেকে বন্ধ হচ্ছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। টাকা পেতে করতে হবে এই কাজ

বেতন:- এই পদগুলির আওতায় কর্মরত ব্যক্তিদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে National Youth Corps -এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে।

আবেদনের প্রক্রিয়া:-
১. উপরোক্ত শূন্যপদগুলির আওতায় আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথমেই National Youth Corps -এর অফিসিয়াল ওয়েবসাইট https://nyks.nic.in/ -এ যেতে হবে।

২. পরবর্তীতে হোম পেইজে থাকা What’s New অপশনের আওতায় থাকা Apply for NYV Selection অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তার বাঁদিকে থাকা অপশনগুলির মধ্য থেকে আপনাকে পুনরায় Apply for NYV Selection অপশনটিতে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে যে অপশনগুলির মধ্যে থেকে Fill Form Online অপশনটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার রাজ্য এবং জেলা নির্বাচন করে নিতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করতে হবে।

বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকার চালু করলো নতুন প্রকল্প। আবেদন করলেই পাওয়া যাবে ৫০০০ টাকা

৪. এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনার নাম, পিতার নাম, মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ভোটার আইডি নম্বর, আধার কার্ড নম্বর, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং Submit অপশনে ক্লিক করে ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৫. ফর্মটি সঠিকভাবে submit করা হলে আবেদনকারীকে একটি Application number দেওয়া হবে। সবশেষে এই Print Submitted Form অপশনে ক্লিক করে Application number এর মাধ্যমে ফর্মটি প্রিন্ট করে নিতে হবে।

নির্বাচনের প্রক্রিয়া:- আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রের ভিত্তিতে বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। যেসকল প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে তাদের SMS অথবা ইমেইল কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানানো হবে। ইন্টারভিউয়ে যেসকল প্রার্থীদের ডাকা হবে তাদের নিজস্ব আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় নথিগুলি এবং এইসকল নথির ফটোকপি সহ পাসপোর্ট সাইজের ফটো নিয়ে ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ:- উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে ২৪শে মার্চ,২০২৩ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Related Articles

Back to top button