WB Budget 2023 – বাজেটে কোন কোন প্রকল্পে কি কি পরিবর্তন হলো। একনজরে দেখে নিন

নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ নাগরিকদের জন্য একের পর এক চমকের আয়োজন করা হয়েছে। আর এবারে রাজ্য সরকারের বাজেট অধিবেশন (WB Budget 2023) শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একগুচ্ছ প্রকল্প, যোজনা সম্পর্কিত বেশ কিছু বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বাজেটের পরই রাজ্য সরকারের তরফের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আরো বেশ কিছু নতুন প্রকল্প সংক্রান্ত বিশেষ তথ্য নাগরিকদের জন্য প্রকাশ্যে আনা হয়েছে। আর আজ আমরা রাজ্য সরকারের তরফে কার্যকরী এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি।
রাজ্য সরকারের তরফে কার্যকরী যেকোনো প্রকল্পের কথা উঠলেই সবার প্রথমে আসে রাজ্যের গৃহলক্ষ্মীদের জন্য কার্যকরী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম। আর ২০২৩ -এর শুরুতেই বাজেটের পর রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে ৬০ বছরের পরেও মহিলারা প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন। এমনকী ৬০ বছরের পর মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে ১,০০০ টাকা করে পাবেন এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। যদিও লক্ষ্মীর ভান্ডারের আওতায় রাজ্যের প্রত্যেক মহিলাকে তাদের ক্যাটাগরি অনুসারে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে।
তবে বাজেটের পর লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত নিয়মে পরিবর্তন এনে ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে প্রত্যেককে ১০০০ টাকা করে দেওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরো জানানো হয়েছে যে, লক্ষ্মীর ভান্ডারের আওতায় থাকা মহিলাদের ৬০ বছর বয়স হলেই বার্ধক্য ভাতার অধীনে আর আলাদা করে নাম নথিভুক্ত করার কোনো প্রয়োজন নেই, এখন থেকে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের নাম বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত করা হবে এবং অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো আপডেট দিলো রাজ্য সরকার। খুশির খবর জেনে নিন
তবে শুধু রাজ্যের মহিলাদের নিয়ে উদ্বিগ্ন নয় রাজ্য সরকার। এর পাশাপাশি রাজ্য যুবক-যুবতীদের সুবিধার কথা মাথায় রেখে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সের ব্যক্তিদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কার্যকর করা হলো রাজ্য সরকারের তরফে। আগামী দিনে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের আওতায় প্রায় ২ লক্ষ যুবক-যুবতী ৫ লক্ষ টাকা করে ঋণ পাবেন, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে এখানেই শেষ নয় এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, এই প্রকল্পের আওতায় যুবতীদের কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদেরও অখুশি করতে নারাজ রাজ্য সরকার। বাজেটের পর রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী দিনে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ প্রদান করা হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে। এছাড়াও সমগ্র রাজ্যের মানুষের সুবিধা দিকটি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক নতুন প্রকল্প কার্যকর করা হয়েছে যা রাস্তাশ্রী প্রকল্প নামে পরিচিতি পেয়েছে।
বাজেট পেশ হতেই ছাত্র-ছাত্রীদের আকাশে মেঘ। স্কলারশিপের টাকা নিয়ে অনিশ্চয়তা
রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই প্রকল্পের আওতায় ১১০০০ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে। এমনকী এই প্রকল্পের আওতায় পুরোনো রাস্তাও সারাই করানো হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। আর রাস্তা সারাই সহ নতুন রাস্তা তৈরীর জন্য এই প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারের তরফে রাজ্যবাসীর জন্য যে সমস্ত নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে তা নিয়ে স্বভাবতই যথেষ্ট খুশি হয়েছেন পশ্চিমবঙ্গের জনসাধারণ।