Duare Sarkar Camp New Dates : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। যেখানে সাধারণ মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা (WB Government Scheme) আরও সহজে পেতে পারেন তার ব্যবস্থা করা হয়। অতীতে একাধিকবার রাজ্যের বহু জায়গায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যাতে করে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। এবার জানা যাচ্ছে, পুজোর আগে আবারও দুয়ারে সরকারের ক্যাম্পের (Duare Sarkar Camp) আয়োজন হতে চলেছে।
লোকসভা ভোটের আগে এটাই শেষ দুয়ারে সরকারের ক্যাম্প হতে চলেছে। যেটা আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে। ১ তারিখ থেকে শুরু করে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যেখানে লক্ষীর ভান্ডার সহ পুরোনো সমস্ত প্রকল্প তো বটেই সাথে বার্ধক্য ভাতা (Old Age Pension), পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন (Migrant Workers Registration) এরও সুবিধা মিলবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কবে কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প বসবে ও কি কি সুবিধা পাওয়া যাবে :
কৃষক বন্ধু প্রকল্পে বড়সড় আপডেট, নাম যাচাই শুরু হতেই বাতিল অজস্র নাম
দুয়ারে সরকার ক্যাম্পে মূলত যে সমস্ত সুবিধা পাওয়া যাবেঃ
- স্বাস্থ্য সাথী
- খাদ্য সাথী
- লক্ষ্মীর ভাণ্ডার
- কন্যাশ্রী
- রুপশ্রী
- বিধভা ভাতা
- বার্ধক্য ভাতা
- প্রতিবন্ধী ভাতা
- পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন
- কিষান ক্রেডিট কার্ড
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- এছাড়াও আরও সরকারি ২৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে? কিভাবে দেখবেন?
- পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা যখন খুশি মোবাইলের সাহায্যেই দেখে নিতে পারেন কবে কোথায় দুয়ারে সরকারের ক্যাম্প বসবে। এর জন্য নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে হবেঃ
- প্রথমেই মোবাইলের ব্রাউজারে www.ds.gov.in ওয়েবসাইট লিখে সার্চ করতে হবে।
- তারপর সেখান থেকে Find Your Camp এ ক্লিক করতে হবে।
- এরপর নিজের জেলা, পঞ্চায়েত/ পৌরসভা ও ব্লক / ওয়ার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে।
- তাহলেই আপনার সামনে চলে আসবে কবে কখন আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হবে।
এছাড়াও আপনি duaresarkarteam@gmail.com এ মেল করেও এই তথ্য জেনে নিতে পারেন। বা আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে না জানেন তাহলে 1070 – 033 – 22143526 এই নম্বরে ফোন করেও বিশদে জেনে নিতে পারেন।
১০০ অতিথি, ১০টা পদ, বিয়ে নিয়ে নতুন বিল প্রস্তাবিত হল লোকসভায়
প্রসঙ্গত, দুয়ারে সরকারের ক্যাম্পে যে কোনো কাজের ক্ষেত্রেই কিছু নূন্যতম ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (PAN Card), রেশন কার্ড (Ration Card/ Khadya Sathi Card)। এছাড়াও কাস্ট সার্টিফিকেট ও বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রমাণ পত্র সাথে রাখতে হবে।