পেনশন নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নিল সরকার, জানুন।
পারিবারিক পেনশন নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের। রাজ্য সরকারের কর্মচারী হলেই যে শুধু পেনশন পাওয়া যাবে তা নয়। এখানে বিভিন্ন কারণে পরিবারের লোকরাও পেনশন পায়। সেই পেনশনের টাকা পাওয়ার জন্য কিছু তথ্য জমা দিতে হয়। সঠিক তথ্য যাচাই করেই অবশ্যই পেনশন দিতে হয়। নাহলে কারচুপির শেষ থাকবেনা।
কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই এই সঠিক তথ্য জমা দিতে পারেনা তাতে পরিবারের লোক হলেও টাকা পাচ্ছেনা। এই পরিবারের বয়স বিশেষ করে যদি ৮০ বছরের বেশি হয়ে যায় তাহলে সমস্যা বেশি হয়ে দাঁড়ায় এতে।
৮০ বছরের বেশি বয়স হলে তাতে ভেরিফিকেশন করতে হয় নতুন করে সব তথ্য দিয়ে। কিন্তু বর্তমান সময়ের মতো তথ্য আপডেটেড ছিলনা আজ থেকে বেশ কিছু বছর আগে এবং এতটাও সতর্কও ছিলনা। সেই কারণে নতুন চাওয়া তথ্যগুলি দিতে হবেনা বলে জানিয়েছে রাজ্য সরকার।
এই বয়সের প্রমাণপত্র চাওয়ার জন্য ম্যাট্রিক্সের কাগজ, কোনো ডাক্তারের দেওয়া বয়সের প্রমাণপত্র কাজে লাগতো এই ক্ষেত্রে। তবে সরকারের নতুন ঘোষণা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো তথ্যকেই এবার থেকে বিবেচনা করা হবে প্রমাণপত্র হিসাবে।
মাসের শুরুতেই ব্যাপক হারে কমতে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। জেনে নিন নতুন রেট।
এতে বেশ অনেকটাই স্বস্তি পাওয়া যাবে। এই ধরনের তথ্যের প্রমাণপত্র হিসাবে যথেষ্ট গুরুত্ব আছে দেশের। সাধারণভাবেই অনেকটা হয়রানি কমলো পরিবারগুলি। একজন বৃদ্ধকে নিয়ে আর টানাপোড়েনে ফেলতে হবেনা।