wb-govt-announced-holiday-for-panchayat-election
Advertisement

পুরোটা জানতে হলে পড়ুন বিস্তারিত।

রাজ্যে নতুন করে ছুটি ঘোষণা করা হতে চলেছে। দীর্ঘদিন ৫০ দিন গরমের ছুটি কাটানোর পর এই ছুটি প্রত্যেকের কাছে অপ্রত্যাশিত। ছুটি পেতে কে না চায়! পশ্চিমবঙ্গে এই বছর ৮ ই জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা করা হয়েছে। সাধারণভাবে পঞ্চায়েত ভোট হয়ে যায় মে মাসে।

Advertisement

ঐ সময়ে রাজ্য গরমের ছুটি চলে তাই আলাদা করে ছুটি দিতে হয়না। কিন্তু এই বছরে পঞ্চায়েত ভোট পিছিয়ে জুলাই মাসে হয়েছে। এই পঞ্চায়েত ভোট করার জন্য সাধারণভাবে স্কুলের বিল্ডিং গুলোকে ব্যাবহার করে হয়।

Advertisement

দিনে ১২ ঘণ্টা কাজ করে জীবন শেষ! এবার নিজেই হন নিজের মালিক, আপানার জন্য রইল দারুণ সব বিজনেস আইডিয়া।

গ্রামীণ অঞ্চলের স্কুলগুলিতে ৬-১০ তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হবে। সাধারণভাবে সবাই ভেবেছিল ৯ তারিখ অবধি ছুটি থাকবে। কিন্তু রাজ্য সরকার সেই ছুটি বাড়িয়েছে। ভোটের দুদিন আগে স্কুলগুলিতে প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। স্কুলগুলি যেহেতু ভোটকেন্দ্র হিসাবে ব্যাবহৃত হয় তাই সব জিনিস নিয়ে স্কুলগুলিতে চলে আসতে হয়।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনোরকম ঝামেলা এড়ানোর জন্য ছুটি দিয়েছে। গ্রামীণ অঞ্চলের স্কুল এবং প্রাশাসনিক অফিসগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। তাই রাজ্যে আর একধাপ ছুটি বলাই চলে। পঞ্চায়েত ভোটে অনৈক অঞ্চল থেকেই অশান্তির খবর আসে এর কোনো আঁচ যাতে স্কুলেের ছাত্রছাত্রীদের উপর না আসে তাই এই সিদ্ধান্ত।