পুরো লিস্ট দেখতে পড়ুন বিস্তারিত।
রাজ্যে ২কোটি ভুয়ো রেশন কার্ড উদ্ধার করলো রাজ্য সরকার। বেশ কিছুদিন ধরেই এই তল্লাশি চলেছে। সন্দেহ থাকলেও সরাসরি হাতেনাতে ধরা পড়ছিলনা কেউই। এই তল্লাশির আগে ১০ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড ছিল রাজ্যে এখন সেই রেশন কার্ডের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮ কোটি ৭৮ লক্ষ্য। ডিজিট্যাল রেশন করার সময় এই কারচুপি বেশ অনেকটা বেড়ে গেছে। দেশের তথ্যগুলিকে ডিজিট্যাল করা হচ্ছে যাতে কোনো কারচুপি হলে সহজেই ধরা পড়ে যায়।
যেমন এই রেশন ব্যাবস্থাতে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়া হয় যাতে কোনো অতিরিক্ত রেশন কেউ না পায়। প্রতিটি ব্যাক্তি দেশের যে প্রান্তেই থাকুক না কেন সে নিজের রেশন তুলতে পারবে। এই অতিরিক্ত ভুয়ো রেশন কার্ডের মালিকরা কেউ মৃত আবার কেউ একাধিক রেশন কার্ড তৈরি করেছে। সেই সংখ্যাটা ধরা কিন্তু খুব একটা কঠিন ছিলনা সরকারের কাছে।
ফের ছুটি পড়তে চলেছে রাজ্যের সকল স্কুল কলেজে, কত দিনের ছুটি? জানুন।
প্রতি ব্যাক্তি মাসে পাঁচ কেজি খাদ্যশস্য পায়। সরকার এর জন্য বরাদ্দ করে ৩০ টাকা। প্রায় ২কোটি ভুয়ো রেশন কার্ড ধরা পড়ায় বছরে ৩৬০০ কোটি টাকা সাশ্রয়। সরকার এমনিতেই ২০২১-২০২২ অর্থবর্ষের ২০২৩-২০২৪ অর্থবর্ষে ৫০০কোটি টাকা বরাদ্দ কমেছে। যদিও এই পরিমাণ টাকা কমানো হয়েছে মোট খরচা থেকে । খাদ্যে কোনোরকম ঘাটতি তৈরি হবেনা।
সরকার রেশন ব্যাবস্থায় কোনোদিনই ঘাটতি তৈরি করেনা উল্টে পরিবেশ পরিস্থিতির উপর নজর রেখে বেশি পরিমাণ খাদ্যশস্য দিতেই থাকে। অতিমারির সময়ে প্রত্যেকে পেয়েছে কোনোরকম পয়সা ছাড়াই। ভুয়ো রেশন কার্ডের বিরুদ্ধে পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।