DA (ডিএ)

বকেয়া DA নিয়ে কোন্দলের মধ্যে সরকারি কর্মচারিদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার।

বকেয়া DA নিয়ে আন্দোলনের মাঝেই সরকারি কর্মীদের জন্য এক বিশাল বড় সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য এবং কেন্দ্র তাদের কর্মচারিদের জন্য কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের খরচে ছাড় দেয়। কিন্তু তৎপরতার সাথে দায়িত্ব কোনোদিনই সেভাবে নেয়নি। অতিমারি আমাদের শিখিয়ে দিয়ে গেছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ জিনিস প্রতিটি মানুষের কাছে। প্রতিদিন এই দূষণের সাথে পাল্লা দিতে গিয়ে শরীরে বাসা বাঁধছে রোগ। থাইরয়েড, ডায়াবেটিস নেই এমন বাড়ি খুঁজে পাওয়া দুঃসাধ্য একটি ঘটনা।

বকেয়া DA না দিতে পারলেও পশ্চিমবঙ্গ সরকার তাদের কর্মচারিদের জন্য একটি পদক্ষেপ নিয়েছে। প্রায় ৫৫টি পরীক্ষা যেমন লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, ম্যালেরিয়া, টাইফয়েড ফ্রীতেই করতে পারবে। এর জন্য রাজ্য সরকার যুক্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক লিমিটেডের সাথে। এই সিস্টেম টা AI ( আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

আঁধার কার্ডেই কেল্লাফতে, পেয়ে যান সরকারের 2টি নতুন প্রকল্পের সুবিধা একদম বিনামূল্যে।

তবে সমগ্র রাজ্য সরকারের কর্মচারীরা এই সুবিধা পাবেনা। যারা নবান্ন, স্বাস্থ্য দপ্তর, বিকাশ ভবন, কলকাতা পুরসভাতে কর্মরত তারাই এই সুবিধা পাবে। এর জন্য হেলথ এটিএম তৈরি করা হচ্ছে বেঙ্গল কেমিক্যালের ডালহৌসির অফিসে। প্রত্যেকের আলাদা QR কার্ড লাগানো Health çard দেওয়া হবে।

প্রত্যেকের জন্য আলাদা ক্লাউড তৈরি করা থাকবে। যেখানে প্রত্যেকবার সবার সব পরীক্ষার রিপোর্ট থেকে যাবে এবং প্রত্যেকবার টেস্ট করার পর তুলনামূলক বিচার করতে পারবে। রিপোর্টগুলো দেখে AI জানিয়ে দেবে কী কী পরিবর্তন করা উচিত। অতি সহজেই পরীক্ষাগুলি করতে পারবে কর্মচারিরা। রোগ প্রতিদিন বাড়তে থাকবে এই খরচা সরকার বহন করলে অনেকটা খরচ বেঁচে যাবে তাদের।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link

মাসের শেষে সব পরিবারেই একটা ভালো টাকা খরচ হয় ওষুধের পিছনে। এই AI তে রিপোর্ট রাখার আর একটি ভালো দিক এগুলি হারাবেনা। সঠিক সময় অন্তর প্রত্যেকে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে খবরও পাবে। এই সিস্টেম চক্ষু পরীক্ষাও পাওয়া যাবে। অনেকই বাইরে হেলথ ইন্সিউরেন্স করে যেখানে চোখ দাঁত এই সুবিধা গুলি পাওয়া যায় না কিন্তু এখানে সেই সুবিধাও আছে। তাছাড়াও DA নিয়ে বিভিন্ন খবর জানতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

সাধারণ মানুষের পকেটে টান কমাতে কেন্দ্র সরকার গ্যাসের দাম কমাতে চলেছে ১০%। কবে থেকে এই দামে সিলিন্ডার পাবেন জেনে নিন