DA News – অপেক্ষার অবসান, অবশেষে DA পাচ্ছেন সরকারি কর্মীরা।
ডিএ নিয়ে (DA News) খুশির খবর আসতে চলেছে! রাজ্য ছাড়িয়ে আন্দোলন দিল্লীর দরবার অবধি পৌঁছে গিয়েছিল। গত ১০ ই এপ্রিল দিল্লীতে ধর্ণাও দিয়েছিল রাজ্য সরকারের কর্মচারীরা। সুপ্রিম কোর্টের শুনানি অবধি অপেক্ষা করেছিল তাঁরা দিল্লীতে কিন্তু তা নিয়ে কোনো সমাধান পায়নি । তারপর ৬ ই মে রাজ্যজুড়ে সরকারি কর্মচারিরা মিছিলও করে। এই পরিস্থিতি শুধু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নয় উত্তর প্রদেশেও চিত্রটা একই। সেখানে রাজ্যসরকারের কর্মচারীরা ক্ষুব্ধ তাঁদের সরকারের বিরুদ্ধে। অনেকদিন থেকে তাঁদের কোনো ডিএ দিচ্ছে না কোনো পদোন্নতি নেই।
সরকারি অস্থায়ী কর্মচারীদের জন্যও কোনো ঘোষণা করেনি তারা। সঠিক ভাবে নিয়োগ যেমন হচ্ছে না তেমনই তাঁদের বকেয়া ডিএ ও দিচ্ছে না। প্রাইমারি শিক্ষক থেকে পুরসভার কর্মী সবাই মিলে ১৮ ই মে বিশাল ধর্মঘটে অংশগ্রহণ করতে চলেছে। তাঁদের দাবি বেতন সুপারিশ কমিটি গঠন করতে হবে। গত পাঁচ বছর ধরে উত্তরপ্রদেশ রাজ্যে এই সব বিষয়ে অরাজকতা চলছে।
মধ্যবিত্তের মুখে হাসি! রান্নার গ্যাসে আবারও ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।
রাজ্যের সব স্তরে ধর্মঘটের প্রচার শুরু হয়ে গেছে। সব ধরনের রাজ্যের সরকারি কর্মচারিরা অংশ নেবে কেন্দ্রীয় হারে ডিএ এর জন্য। ১৮ ই মে ধর্মঘটকে সফল করে রাজ্যের টনক নড়াতে চাইছে। অস্থায়ী কর্মী নিয়োগ তাঁদের বন্ধ করত হবে। সম্পত্তির বেসরকারিকরণ বন্ধ করতে হবে। সরকারি একাধিক জিনিসকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিচ্ছে রাজ্য। তা অবিলম্বে বন্ধ করতে হবে।
ডিএ নিয়ে এরাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন যদি রাজ্যে ডিএ (DA News) দিতে হয় তাহলে লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ডের মতো প্রকল্পগুলিকে বন্ধ করতে হবে। রাজ্যের কাছে এত টাকা নেই যা দিয়ে ডিএ ও দেবে আবার সরকারি প্রকল্প চালাতে পারবে। রাজ্যের সরকারি কর্মচারিরা তাদের জায়গায় অনড়। কেন্দ্রীয় হারে ডিএ না নিয়ে তাঁরা সরছেনা।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link