Salary Hike

Salary Hike – কত শতাংশ ডিএ বাড়ছে জানুন বিস্তারিত।

রাজ্য কর্মচারীদের মুখে হাঁসি ফুটতে (Salary Hike) চলেছে এবার। কেন্দ্র যখন ডিএ বাড়াবে তখনই রাজ্যও ডিএ বাড়াবে ঠিক হয়েছে। আমাদের রাজ্যে ডিএ নিয়ে লাগাতার চার মাস আন্দোলন চলছে। সেই আন্দোলন এখনো অব্যাহত রাজ্য সরকারি কর্মচারিদের দাবি তাদের কেন্দ্রীয় হারে ডিএ চাই। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সব জায়গায় চিত্রটা একই। বকেয়া ডিএ অনেকবছর হয়ে গেছে রাজ্য মেটাইনি এখনো। এই পর্যায়ে তামিলনাড়ু সরকার খুশির খবর নিয়ে এল তাদের কর্মচারীদের জন্য।

মুখ্যমন্ত্রী স্টালিন ঘোষণা করেছে এবার থেকে তামিলনাড়ুর সরকারি কর্মচারিদের (Salary Hike) বছরে দুবার করে করে ডিএ পাবে। যখনই কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ানো হবে তখনই বাড়বে। এই মাস থেকেই তাদের নতুন ডিএ কার্যকর হয়ে এখন বর্ধিত ডিএ হয়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। এতে প্রায় ষোলো লক্ষ্য সরকারি চাকরিজীবি ও পেনশনভোগীরা উপকার পাবে। স্টালিন সরকারের বছরে দুবার ডিএ এর সিদ্ধান্ত জানিয়েছে সকলে।

রাজ্য সরকারের কৃষি দপ্তরে উচ্চমাধ্যামিক পাশে বড় নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।

এরাজ্যে ডিএ (Salary Hike) নিয়ে যদিও কোনো খুশির খবর নেই। এখনো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সরকারের শোকজের চিঠি আটকে রাখতে পারেনি তাঁদের। সুপ্রিম কোর্টে এখনো মামলার শুনানির শেষ হয়নি। সবাই তাকিয়ে আছে সেই দিকে। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ডিএ তারা দিতে পারবেনা। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা দিতে হয় সরকারকে। এরপর ডিএ দেওয়ার অবস্থায় নেই সরকার।

সরকারি কর্মচারিরা যথেষ্ট ভালো বেতন পায় তাদের অসুবিধা হওয়ার কথা নয় বলেই জানিয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের সরকারি কর্মচারিরাও লাগাতার ধর্মঘট করছে। কিন্তু কোনো আশা সরকার দেখাচ্ছেনা। তাদেরও দাবি একই বকেয়া ডিএ এবং সরকারি ঠিকাদারি কর্মচারি নিয়ো গ বন্ধ করতে হবে। এব্যাপারে যোগী সরকার কোনো সমাধান সূত্র প্রকাশে ইচ্ছা দেখাইনি।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link