কবে থেকে পড়ছে ছুটি, জানুন বিস্তারিত।
রাজ্যের স্কুলগুলিতে আবার নতুন করে ছুটি পড়তে চলেছে। গরমের ছুটি কাটিয়ে আগের সপ্তাহ থেকেই স্কুলগুলি খুলেছে। অনেকদিন ছুটি থাকায় শিক্ষক থেকে অভিভাবক সবারই ভাবনা সিলেবাস কীভাবে শেষ করবে। তাই একাধিক বিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে তারা শনিবারেও সম্পূর্ণ স্কুল করবে সিদ্ধান্ত নিয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে স্কুলগুলিতে আর এক দফা ছুটি পড়তে চলেছে। বারবার ছুটি পড়লে সিলেবাস যেমন শেষ হবেনা ঠিক তেমনই মনোযোগের ঘাটতি ঘটে তাঁদের। বারবার রুটিন পরিবর্তন করলে যা হয়।
রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে ৮ ই জুলাই। ভোট গণণা হবে ১১ ই জুলাই, সেই কারণে রাজ্যের একাধিক স্কুলে ভোটকেন্দ্র করা হবে। ভোটকেন্দ্র হলে ভোটের আগের দিন থেকে ছুটি ঘোষণা করা হবে স্কুলগুলিতে। প্রায় একসপ্তাহ ছুটি থাকবে আবার রাজ্যে।
শিয়ালদহ মেইন লাইনে টানা ২ দিন বন্ধ থাকবে ট্রেন পরিষেবা, সমস্যায় নিত্য যাত্রীরা।
নির্বাচন কমিশন সূত্রে খবর তারা রাজ্যের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের কাছে বিকল্প নেই শুধুমাত্র যে স্কুল বিল্ডিং ব্যাবহৃত হয় তা নয় শিক্ষকদেরও ভোটের ডিউটিতে পাঠানো হয় বিভিন্ন জায়গায়। তাই অতিরিক্ত ক্লাস করানোর উপদেশ দেওয়া ছাড়া তাঁদের কাছে আর কোনো পথ নেই।
অগাস্টের ১০ তারিখের মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। তাই অতিরিক্ত ক্লাস করানো ছাড়া কোনো উপায় নেই শিক্ষকের কাছে। সিলেবাস যেকোনো শেষ করেই পরীক্ষা শুরু হবে। ছাত্রছাত্রীদের আবার ছুটির মরশুম পাওয়া গেল অতিরিক্ত।