পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী তথা ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে রাজ্য সরকারি কর্মী সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পাঠরত ছাত্র-ছাত্রীরা টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন (WB Special Holiday)।
যদিও ইতিপূর্বে রাজ্য সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডারে চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে ছাত্র-ছাত্রীরা কোন কোন দিন, কি কি কারণে ছুটি পেতে চলেছে তা উল্লেখ করা হয়েছিল, তবে এবারে সেই ক্যালেন্ডার বদলে এনে আরো তিনটি নতুন ছুটি যুক্ত হলো রাজ্য সরকারি কর্মী তথা ছাত্র-ছাত্রীদের ছুটির তালিকায়। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট মারফত এই খবর প্রকাশ্যে আসায় রাজ্য সরকারি কর্মী সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ছুটির নোটিশ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
তবে অধিকাংশ ক্ষেত্রেই রাজ্য সরকারি কর্মী সহ ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে জানেন না কি কারণে তারা ছুটি পেতে চলেছেন অথবা কোন কোন তারিখে তারা ছুটি পেতে চলেছেন (WB Special Holiday)। আর তাতেই আজকের এই পোস্টে আমরা এই বিশেষ ছুটি সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি।
পিএম কিষাণের লিস্ট থেকে বাদ গেল ৬ লক্ষ কৃষকের নাম। আপনি টাকা পাবেন কিনা জেনে নিন।
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে, বকেয়া ডিএ সহ অন্যান্য দাবিকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মচারীরা যে আন্দোলন শুরু করেছে তা আরো জোরদার করার জন্য আগামী ১০ই মার্চ রাজ্যব্যাপী প্রশাসনিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ওই দিন স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ডাক দিয়েছেন আন্দোলনকারী কর্মীরা। সুতরাং, আগামী ১০ই মার্চ ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজ থেকে শুরু করে অন্যান্য সরকার প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকতে চলেছে।
১০ মার্চ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্মঘট। বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ, অফিস সহ সমস্ত কিছু।
আর ১০ই মার্চ শুক্রবার। ফলত পরবর্তীতে ১১ই মার্চ এবং ১২ই মার্চ শনিবার ও রবিবার হওয়ার কারণে স্বভাবতই অর্ধদিবস এবং পূর্ণ দিবস ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে সরকারি স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীরা। সুতরাং, অন্যভাবে বলা যায়, আগত মার্চ মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীসহ ছাত্র-ছাত্রীরা টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন। যদিও আগামী দিনে এই ধর্মঘট কার্যকর হতে চলেছে কিনা তা সম্পর্কে রাজ্য সরকারের তরফ এখনো কোনোরূপ নির্দেশিকা প্রকাশ করা হয়নি। আর তাতেই সরকারি কর্মী সহ ছাত্র-ছাত্রীরা আশা করছেন যে, আগামী মাসে শুরুতেই তারা টানা ৩ দিন ছুটি পেতে চলেছেন।