পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।
শিক্ষা দপ্তরের পূর্ব নির্দেশ মতো চার বছরের স্নাতক পাঠক্রম মেনেই আগামীকাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া। ঠিক কিভাবে দেওয়া হবে ডিগ্রি এবং কী কী পরিবর্তন করা হবে পাঠক্রমে, তা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে হাই প্রোফাইল চলছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই বছর অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শুরু করা হচ্ছে ‘Curriculum and Credit Framework’। মধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিভার্সিটি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় জানানো হয়েছে যে পড়ুয়াদের জন্য ‘Multiple Entry-Exit’-এর সুবিধা থাকছে। কোন শিক্ষার্থী যদি কোন বিষয়ে মেজর ডিগ্রী নেয়, সে ক্ষেত্রে তিন বছর অধ্যায়ন শেষ করার পর পাশ করলে তাকে মেজর গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হবে। এছাড়া কোন শিক্ষার্থী যদি চার বছরের অনার্স কোর্সে ভর্তি হয় তাহলে মিলবে অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি।
SBI, HDFC ও ICICI ব্যাংকের গ্রাহকদের জন্য বড় খবর, অর্থমন্ত্রীর তরফ থেকে এলো বিশাল ঘোষণা।
মোট আটটি সেমেস্টার থাকবে এই পাঠ্যক্রমে। মোটামুটিভাবে প্রত্যেকটি সেমিস্টারের সময় ৬ মাস। আগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে প্রথম সেমিস্টারের পঠন-পাঠন। এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন যে কোন শিক্ষার্থী যদি এক বছর স্নাতক স্তরে পড়ে তাহলে সে পাবে সার্টিফিকেট, দু’বছর পড়লে ডিপ্লোমা, তিন বছর থেকে শুরু হবে ডিগ্রি।
যারা তিন বছর অনার্স পড়ছেন তাদের অনার্স ডিগ্রি হবে। কিন্তু যারা চার বছরের অনার্স ডিগ্রি পড়ছেন তাদের শেষ বছরটি গবেষণা করতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে তাঁদের অনার্সের সঙ্গে ‘With Research’ তকমাটি জুড়ে দেওয়া হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের অতি অবশ্যই দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের শেষে করতে হবে Credit Summer Internship। দ্বিতীয় সেমিস্টার শেষে কোন ছাত্র-ছাত্রী যদি নিজের সম্পূর্ণ করেন তাহলেই তিনি এক্সিট পেতে পারেন। সে ক্ষেত্রে তাকে ৪৫ Credit-সহ Certificate প্রদান করা হবে।
চতুর্থ সেমিস্টারের শেষেও করতে হবে ইন্টার্নশিপ এবং তারপর শিক্ষার্থী চাইলে এক্সিট নিতে পারেন। সে ক্ষেত্রে তাকে দেওয়া হবে ৮৮ ক্রেডিট-সহ Diploma প্রদান করা হবে। ষষ্ঠ সেমিস্টার শেষেও ইন্টার্নশিপ করে ছাত্র-ছাত্রীরা এক্সিট নিতে পারেন। সেক্ষেত্রে ১৩২ ক্রেডিট সহ তাদের ‘Single Major’ Degree প্রদান করা হবে।