west-bengal-da-protest-leatest-news
Advertisement

সরকারি কর্মীদের জন্য মস্ত বড় খুশির খবর।

পশ্চিমবঙ্গ সরকার ডিএ দেবে বলে ঘোষণা করল শেষ পর্যন্ত। প্রায় চার মাস পর পর আন্দোলনের সুফল এল। প্রথম থেকেই আন্দোলনরত চাকরিজীবিদের কাছে দাবি অত্যন্ত স্পষ্ট ছিল । তাদের কেন্দ্রীয় হারে ডিএ দিক এবং বাকি থাক ডি এ দিয়ে দিক। কিন্তু কোনোদিনই রাজ্য সরকার সেই দাবি মেনে নেয়নি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি আন্দোলন গড়িয়েছে।

Advertisement

আন্দোলনকারীরাও কলকাতা থেকে দীর্ঘদিন ডিএ নিয়ে দিল্লীতে গিয়ে ধর্ণা দিয়েছে। কিন্তু ফল তারা কোনোদিনই পায়নি। সুপ্রিম কোর্টে এখনও সেই আন্দোলন চলছে। এরই মাঝে এই খবর কিছুটা মেঘ না চাইতেই জল।

Advertisement

এই মাসে কোন কার্ডে পাবেন কি পরিমাণ মাল, জেনে নিন জুন মাসের ফ্রী রেশন তালিকা।

সামনে পঞ্চায়েত ভোট আসছে। একের পর এক দুর্নীতিতে জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। এতে তারা কিছুটা কোণঠাসা। তাতেও নেতামন্ত্রীরা বারবার জানিয়েছে রাজ্যে একাধিক প্রকল্প চলছে লক্ষী ভান্ডার,স্বাস্থ্য সাথী প্রকল্পের মতো। এরপর রাজ্যের আর্থিক অবস্থা এতটাও ভালো নয় যে তারা আবার ডিএ ও দেবে আবার একাধিক প্রকল্পও চালাবে। এই ক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা যথেষ্ট ভালো বেতন পায় তাদের ডিএ না দিলেও চলবে কিন্তু প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য দরকারি।

রাজ্য সরকার ৮ শতাংশ হারে ডিএ দেবে বলে ঠিক করেছে। এই ডিএ পাবে কিছু বিশেষ সরকারি স্কুল। স্কটিশ চার্চ কলেজিয়েট, কারমেল গার্লস, জালান বালিকা বিদ্যালয়, মারোয়ারি বালিকা বিদ্যালয়, পাঠভবন। এই স্কুলগুলিকে বিশেষ ডিএ গেটিং স্কুল বলে। এই স্কুলের শিক্ষা অশিক্ষা কর্মীরা মার্চ মাসের এক তারিখের ভিত্তিতে তাদের ডিএ দেওয়া হবে। কিন্তু এই নিয়ম শুধুমাত্র এই স্কুল গুলির ক্ষেত্রেই প্রযোজ্য।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link