পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
শনিবার ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। ইতিমধ্যে পঞ্চায়েত ভোটের ৬ ই জুলাই থেকে ছুটির কথা সকলেই জেনে গেছে। আবার একদিন ছুটি ঘোষণা রাজ্য সরকারের তাহলে কী কারণে! একাধিক রাজ্য সরকারের অফিস শনিবার সাধারণভাবেই ছুটি থাকে। শনিবার ১লা জুলাই অর্থ্যাৎ ঐ দিন আমাদের রাজ্যে ডক্টরস ডে পালন হয়। এই দিনটি বিখ্যাত ডাক্তার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন।
সাধারণভাবে এটি একটি পালনীয় দিন তার সাথে অর্ধদিবস থাকে। কিন্তু এইবারে শনিবার পড়ায় বিতর্ক দানা বেঁধেছে। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যেসকল অফিস ইতিমধ্যেই শনিবার ছুটি থাকে তাদের আর নতুন করে কোনো ছুটি পড়বেনা।
১০ হাজারের কমে বাজারে 5G ফোন আনতে চলেছে JIO. সাথে পাবেন আনলিমিটেড 5G ডেটা।
আর বাকি যে অফিসগুলি খোলা থাকে সেখানে এই দিনটি বিশেষ ভাবে পালন হবে তার সাথে তাদের অর্ধদিবস দেওয়া হবে। নতুন করে আর কোনো বিজ্ঞপ্তি আসবেনা এই বিষয়ে। আমাদের রাজ্যে সাধারণভাবে পালনীয় দিনগুলি ছুটি দেওয়া হয়না কিছু বিশেষদিনে তবে অবশ্যই ছুটি দেওয়া হয়।
এই ধরনের ঐতিহাসিক দিনের আগে থেকেই ক্যালেন্ডারে অবশ্য দেওয়া থাকে। বিতর্কিত দিনে পড়ায় আলাদা করে নোটিশ। আবার এই সপ্তাহে ঈদের ছুটিও আছে। বর্ষার মধ্যে ছুটির আমেজ।