west-bengal-government-employees-da-news

মে মাসের শেষেই হতে চলেছে ডিএ নিয়ে দাফারফা।

শেষ অবধি ডিএ নিয়ে খুশির খবর এলো! মনে করা হচ্ছে ৩১ শে মে ডিএ নিয়ে নতুন ঘোষণা করতে পারে সরকার। তবে রাজ্য সরকারের ডিএ নিয়ে কোনো খুশির খবর নেই। রাজ্য একই জায়গায় অনড়, তাঁরা কোনোরকম ডিএ দিতে পারবেনা রাজ্য সরকারের কর্মচারীদের। তাই লাগাতার আন্দোলন রাজ্যের এখনও জারি আছে। এপ্রিলেই ডিএ বেড়েছে কেন্দ্রের সরকারি কর্মচারিদের। আবার তাদের ডিএ বৃদ্ধির কথা জানালো কেন্দ্র। বর্তমানে তারা ৪২ শতাংশ হারে ডিএ পায়। এই ডিএ কী পরিমাণ বাড়বে তা নির্ভর করে অল ইন্ডিয়া কনজিউমারের প্রাইসের উপর।

সাধারণভাবে অনুমান করা হচ্ছে যে যদি ফেব্রুয়ারি মাসের হারে কনসিউমার ইনডেক্স বাড়ে তাহলে ডিএ বেড়ে দাঁড়াবে ৪৫ শতাংশ। গত ফেব্রুয়ারিতে কনসিউমার ইনডেক্স কমেছিল মাত্র0.১ শতাংশ। তাতে কনসিউমার প্রাইস ইনডেক্স দাঁড়িয়েছিল ১৩২.৭ শতাংশে। জানুয়ারিতে এই ইনডেক্স ছিল ১৩২.৮ শতাংশ। কিন্তু গত মার্চ থেকে কনসিউমার প্রাইস ইনডেক্স পাল্লা দিয়ে বাড়ছে।

প্রায় 0.৬ শতাংশ বেড়ে এখন হয়েছে ১৩৩.৩ পয়েন্টে। ৩১ শে মে আবার কনসিউমার প্রাইস ইনডেক্সের তালিকা ঘোষণা হবে। এই ভাবে যদি ইনডেক্স বাড়তে থাকে তবে ডিএ অনেকটাই বেড়ে যাবে। মে জুনের ইনডেক্স বেরোলেই ডিসেম্বরের ডিএ এর তালিকা ঘোষণা হয়ে যেতে পারে। আবার বছর শুরুর আগেই সুখবর আসতে চলেছে কেন্দ্রের কর্মচারীদের জন্য।

লক্ষীর ভান্ডারে বড় চমক, ৫০০ টাকার পরিবর্তে মিলবে ২০০০ টাকা, সামনের মাস থেকেই পাবেন।

একের পর এক রাজ্য ডিএ নিয়ে আন্দোলন চালিয়েই যাচ্ছে। তামিলনাড়ু কিছুদিন আগেই জানিয়েছে তারা ডিএ বাড়াবে কেন্দ্রের হারে বছরে দুবার। কিন্তু পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের কর্মচারীদের জন্য কোনো খুশির খবর নেই। কেন্দ্রের ডিএ আবার বাড়লে তাতে রাজ্যের সাথে ডিএ পার্থক্য বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়বে তাতে কিন্তু এসবে আমল দিতে রাজি নয় রাজ্য সরকার।