west-bengal-government-new-scheme-for-students-paying-800-per-month
Advertisement

কি এই নতুন প্রকল্প জানতে হলে পড়ুন বিস্তারিত।

পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে রাজ্যে বহু অপেক্ষার পর। রাজ্যের সবধরণের সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার আশাবাদী যে তাদের প্রকল্প গুলি যে পরিমাণ সুবিধা দিয়েছে। বর্তমানে লক্ষী ভান্ডারের থেকেও জনপ্রিয় প্রকল্প চলে এসেছে আপনারা কী জানেন! যেখানে লক্ষী ভান্ডার প্রকল্প ৫০০ টাকা করে দিত সেখানে এই প্রকল্প ৮০০ টাকা করে দেবে।

Advertisement

পঞ্চম শ্রেণী থেকে পড়ুয়াদের ৮০০ টাকা করে দেবে সরকার। এতে বোঝাই যাচ্ছে সরকারি স্কুলে পড়া ছাত্রদের একাংশ পড়াশোনার খরচ চলে যাবে। এতদিন অবধি স্কলারশিপ পেত শুধু উচ্চশিক্ষায়। নীচের দিকের ক্লাসগুলিতে যে স্কলারশিপ পেত সেগুলি শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। রাজ্য সরকার আর সে অভিযোগও রাখলোনা।

Advertisement

বিনা খরচায় ঘরে বসে আধার কার্ড আপডেট করবেন কীভাবে? জানুন সহজ পদ্ধতি।

তপশিলী জাতি উপজাতির ছেলেমেয়েদের জন্য ৮০০ টাকা পর্যন্ত দেবে। এই প্রকল্পে তারাই আবেদন করতে পারবে যাদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ্য টাকার নীচে। এর সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের আবেদন অনলাইনে করা যায় এছাড়াও স্কুলে গিয়ে ফর্ম এনেও জমা দেওয়া যায়।

এই ফর্ম ফিল আপের সময় জাতিগত সার্টিফিকেট, আয়ের প্রমাণপত্র অবশ্যই লাগবে। সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এখানে পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েদের ৫০০ টাকা, ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েদের ৬৫০ টাকা, সপ্তম শ্রেণীর ছেলেমেয়েদের ৭০০ টাকা এবং অষ্টম শ্রেণীতে ৮০০ টাকা দেওয়া হবে। তবে অবশ্যই সব শর্ত পূরণ করতে হবে।