কি কি প্রকল্পের টাকা ঢুকবে, জানুন।
প্রতি মাসেই কিছু না কিছু টাকা পেয়েই থাকে প্রত্যেকেই সরকারি প্রকল্প থেকে। প্রকল্প থেকে টাকা তুলতে গিয়ে কেউ যাতে কোনো আর্থিক তছরুপের অভিযোগ না আনতে পারে তাই আগে থেকেই এখন জানিয়ে দেয় কোন মাসে কোন প্রকল্পের টাকা উঠবে। একাধিক আর্থিক তছরুপের অভিযোগ আসে বিভিন্ন সরকারের বিরুদ্ধে।
সরকার এই ধরনের অনুদান দেয় সাধারণভাবে সমস্যা থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে। তাই এই পরিমাণ টাকা তাদের কাছে অত্যন্ত। রাজ্য সরকার একাধিক প্রকল্প চালায় যেকোনো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। জুলাই মাসের তালিকা ইতিমধ্যেই বের করে দিয়েছে।
জয়জোহার প্রকল্পে SC, ST দের জন্য জুলাই মাসে ১০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। লোক সংগীত শিল্পীদের জন্য যে লক্ষ্য প্রসার প্রকল্প আছে তাতে ১০০০ টাকা দিয়ে দেওয়া হবে। সকল রুপশ্রী ও কন্যাশ্রী আবেদনকারীই বয়স হয়ে গেলে ২৫০০০ টাকা পাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য জেনারেল, SC, ST দের ১০০০ টাকা করে দেয় প্রতি মাসে। কৃষকবন্ধু প্রকল্পে প্রত্যেকেই ২০০০-৫০০০ টাকা পাবে যাদের আগে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। কৃষক বার্ধক্য ভাতাতেও প্রত্যেকে ১০০০ টাকা করে পাবে।
কপাল খুললো মধ্যবিত্তের! বাড়লো ফিক্সড ডিপোজিটের সুদের হার। জানুন নতুন রেট।
লক্ষীর ভান্ডার প্রকল্পে কাস্ট অনুযায়ী ৫০০, ১০০০ টাকা করে দেওয়া হবে। চা শ্রমিকরাও ৫০০-১০০০ টাকা পাবে। প্রত্যেক পুরোহিতই ১০০০ টাকা করে পাবে। ইমামভাতার জন্যও ১০০০টাকা করে দেওয়া হবে। যাত্রাশিল্পীদের জন্যও ১০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও পরিবহন কর্মীদের জন্যও এমাসে টাকা দেওয়া হবে।