কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বেকার যুবকদের জন্য। রাজ্য তথা দেশে বেকারত্ব একটা বড়ো সমস্যা। আমাদের রাজ্যে অনেক দিন বড়ো কোনো শিল্প আসেনি। তাই সরকারি ক্ষেত্র বাদ দিলেও বেসরকারি ক্ষেত্রেও চাকরির বড়ো ঘাটতি তৈরি হয়েছে। এখানেই সমস্যা তৈরি হয়েছে ঘরে ঘরে। ডিগ্রী সম্পূর্ণ করে ঘরে ঘরে ছেলেমেয়েরা বসে আছে। সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ চারিদিক থেকে উঠে আসছে। একাংশ যুবক রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গেছে চাকরির খোঁজে।
এবার মুখ্যমন্ত্রী তাই বেকার যুকবকদের কথা ভেবে নতুন প্রকল্প নিয়ে এল। যুবশ্রী নামের এই প্রকল্পে বেকার ছেলেদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। আবেদন করতে হলে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এই প্রকল্পের সুবিধা পরিবারের একজন করেই পাবে। অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2000 এর পর 500 টাকার নোট নিয়ে RBI এর বড় ঘোষণা। চিন্তায় আমজনতা।
আবেদন করতে হলে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে যেতে হবে। সেখান থেকে পরের পেজ কনটিউ করতে হবে। এরপর ফর্ম খুলে যাবে এবং বেকার যুবকদের সব ধরনের তথ্য চাওয়া হবে। যেমন উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন চাকরির পরীক্ষায় বসছে এমন প্রমাণপত্র। এরপর ফর্মের শেষে সাবমিট করলেই সম্পূর্ণ।
যেকেউ আবেদন করতে পারবে এতে কোনো আর্থিক সংরক্ষণ নেই। মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রকল্পের যুবকদের কাছে আশীর্বাদ। তারা জীবনে এক অস্থির পর্যায়ের ভিতর দিয়ে যায়।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link