বাঙালি আর ছুটির যেনো এক অবিচ্ছেদ্য সম্পর্ক। আর এই নতুন অর্থবর্ষের শুরুতে সমগ্র রাজ্যের সরকারি ক্ষেত্রে কর্মরত কর্মচারী সহ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রয়েছে এক লম্বা ছুটির নির্দেশিকা (Holiday List)। রাজ্য সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে জানা গিয়েছে যে, এই এপ্রিল মাসে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মী সহ ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ ১২ দিনের ছুটি পেতে চলেছেন (Holiday List)। ইতিমধ্যেই এই ছুটির নির্দেশিকা প্রকাশ্যে আসায় রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পাঠরত ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানাবিধ প্রশ্নের অন্ত নেই। আর তাতেই আজ আমরা ছাত্র-ছাত্রী সহ সরকারি কর্মীদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।
চলুন তবে প্রথমে জেনে নেওয়া যাক এই চলতি মাসে অর্থাৎ এপ্রিল মাসে সরকারি প্রতিষ্ঠানগুলিতে কি কি কারণে, কোন কোন দিন ছুটি থাকতে চলেছে:-
বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডারের মাধ্যমে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পাঠরত ছাত্র-ছাত্রী এবং জনগণকে জানানো হয়েছিল কোন মাসে, কোন কোন দিন, কি কারণে ছুটি থাকতে চলেছে। আর ইতিমধ্যেই এই ক্যালেন্ডার অনুসারে দেখা গিয়েছে যে এই চলতি মাসে অর্থাৎ এপ্রিল মাসে সম্পূর্ণ ১২ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী সহ ছাত্র-ছাত্রীরা।
আর এই ছুটি তালিকায় প্রথমে যে ছুটির কারণটি আসছে তা হলো মহাবীর জয়ন্তী। রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, মহাবীর জয়ন্তী উপলক্ষে ৩রা এপ্রিল ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষার্থীরা। এক্ষেত্রে জানিয়ে রাখি যে, শুধুমাত্র ৩রা এপ্রিল নয়। রাজ্য সরকারি কর্মী এবং ছাত্রছাত্রীরা ১লা এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু করে রবিবার এবং ৩রা এপ্রিল সোমবার পর্যন্ত টানা ৩ দিনের ছুটি উপভোগ করেছেন।
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের বড়ো ঘোষণা। এখন সকল মহিলা পাবে ১০০০ টাকা।
অন্যদিকে, ৭ই এপ্রিল শুক্রবার গুডফ্রাইডে হিসেবে ছুটি থাকতে চলেছে। ৯ই এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সমস্ত রকম সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি থাকতে চলেছে। অন্যদিকে, শনিবার অর্থাৎ ৮ই এপ্রিল অর্ধদিবস বন্ধ থাকবে সমস্ত সরকারের প্রতিষ্ঠান। সুতরাং, অন্যভাবে বলা চলে ৭ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত পুনরায় টানা ৩ দিনের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মী সহ ছাত্র-ছাত্রীরা। এর পাশাপাশি ১৪ই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এবং ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকতে চলেছে। ১৬ই এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। সুতরাং ১৪ই এপ্রিল, ১৫ ই এপ্রিল এবং ১৬ই এপ্রিল এই ৩ দিন একসাথে টানা ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষার্থীরা।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
রাজ্য সরকার পক্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে আরো জানা গিয়েছে যে, ইদ-উল-ফিতর উপলক্ষে ২১শে এপ্রিল এবং ২২শে এপ্রিল সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য রাজ্য সরকারী প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকতে চলেছে। ২১শে এপ্রিল এবং ২২শে এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার। এর পরবর্তীতে ২৩শে এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটির কারণে স্বভাবতই বন্ধ থাকবে সমগ্র রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলি।
মাধ্যমিক দিয়েছেন? কোন বিষয় নিয়ে পড়বেন বুঝতে পারছেন না? জেনে নিন কোন বিষয়ের ভবিষ্যৎ কি?
সুতরাং, ২১ তারিখ থেকে শুরু করে ২৩ তারিখ পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মী এবং ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে, ৩০শে এপ্রিল তারিখ রবিবার সাপ্তাহিক ছুটির কারণে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। রাজ্যজুড়ে সবে গ্রীষ্মের সূচনা পর্ব চলছে। আর তারই মাঝে সমগ্র এপ্রিল মাসে ১২ দিনের ছুটির নির্দেশিকা সামনে আসায় যথেষ্ট খুশি হয়েছেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সরকারি কর্মচারী, ছাত্র-ছাত্রী সহ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ।