west-bengal-important-schemes-update
Advertisement

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কার্যকরী জনকল্যাণমূলক প্রকল্পগুলি (Schemes update) নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আর তাতেই আগত এপ্রিল মাস থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো প্রকল্পগুলির অনুদান বন্ধ হতে চলেছে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত।

Advertisement

পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের সার্বিক উন্নয়নের দিকটি মাথায় রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকর করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন, অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন।

Advertisement

ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো ঘোষণা করা হয়েছিল যে, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের আওতায় থাকা মহিলাদের নাম রাজ্য সরকারের তরফেই বার্ধক্য ভাতা প্রকল্পের অধীনে তালিকাভুক্ত করা হবে। সুতরাং, আলাদা করে আবেদনের আর কোনো প্রয়োজন নেই। তবে এই সমস্ত কিছুর মাঝে হঠাৎ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বন্ধ করার এই খবরে যথেষ্ট চিন্তিত রাজ্যব্যাপী মহিলারা। আর তাতেই রাজ্যের গৃহলক্ষ্মীদের মধ্যে বারংবার এই বিষয়টি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে যেসমস্ত অনিয়ম শুরু হয়েছে তা বন্ধ করার জন্যই রাজ্য সরকারের তরফে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে? জানিয়ে দিল কেন্দ্র।

বিভিন্ন সূত্রে তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে, যেসকল মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন তাদের প্রত্যেকের তথ্য যাচাই করা হবে এবং এই সকল মহিলার মধ্যে থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করে নেওয়া হবে। আর এই যাচাই করণের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সমস্ত উপভোক্তাদের আধার কার্ড সংযোগ (Schemes update) করা বাধ্যতামূলক, এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ যেসমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে আধার সংযুক্ত নেই তারা আগত এপ্রিল মাস থেকে কোনোভাবেই অনুদানের টাকা পাবেন না।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক নিয়ে বড়ো ঘোষনা। খুব তাড়াতাড়ি বন্ধ হতে পারে ১০০০ টাকা ফাইন। কি জানাচ্ছে কেন্দ্র?

প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে আপনার আধার কার্ড সংযুক্ত রয়েছে কিনা তা জানার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত অফিস অথবা ভিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে দেওয়ার জন্য আবেদন জানাতে হবে। তাহলেই আপনি জেনে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার আধার সংযুক্ত রয়েছে কিনা। যদি আধার কার্ড সংযুক্ত না থাকে তবে আপনার আধার কার্ড এবং আধার কার্ডের প্রতিলিপি সহ গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ভিডিও অফিসে গিয়ে আধার সংযোগের আবেদন জানালে আধার সংযোগের প্রক্রিয়াটি উক্ত অফিসের আধিকারিকরা সম্পন্ন করে দেবেন, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত।

এর পাশাপাশি বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, জয় বাংলা পেনশন স্কিমের আওতায় থাকা প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার আওতায় থাকা যেসকল উপভোক্তাদের আধার কার্ড লিংক করা নেই তারাও আগামী দিনে এইসকল প্রকল্পের টাকা পাবেন না। ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে দাবি করা হয়েছে যে, আধার কার্ড লিঙ্ক না করার কারণে ইতিমধ্যেই বহু উপভোক্তাদের এই সমস্ত প্রকল্পের অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।

সুতরাং, যেসকল নাগরিকরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার আওতায় অনুদান পেয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আধার লিংক করেননি তারা তাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং এই নথিগুলির প্রতিলিপি সহকারে বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে আধার সংযোগের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। নতুবা কোনোভাবেই আপনারা এই সকল প্রকল্পের আওতায় অনুদানের টাকা পাবেন না।