west-bengal-primary-tet-interview-update
Advertisement

পুরো সময়সূচী জানতে পড়ুন বিস্তারির।

প্রাথমিক টেটের ইন্টারভিউয়ের তারিখ জানিয়ে দেওয়া হলো। প্রায় পাঁচ বছর পর আবার রাজ্যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল ২০২২ সালের শেষে। একাধিক দুর্নীতির মাঝেই এই টেটের ঘোষণা হয়েছিল। সময়মতো রেজাল্ট ও বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে হয়ে যাওয়া টেট SSC নিয়ে একের পর এক জট খুলেছে এবং তাদের কিছু পর্যায়ের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ২০২২ সালের টেটে প্রায় সাড়ে সাত লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এটা ইন্টারভিউয়ের ১৮ তম পর্যায়। এই ইন্টারভিউতে যে শুধু এইবারের পাশ করা পরীক্ষার্থীরা ইন্টারভিউ দেবে তা নয়। ১৭ ই জুলাই অ্যাপ্টিটিউড টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement

২৯ শে সেপ্টেম্বর ২০২২সালের মধ্যে যারা ৫০ শতাংশ নাম্বার নিয়ে BED, DLED সম্পূর্ণ করেছে তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। সকলেই চাইছে স্বচ্ছ ইন্টারভিউয়ের মাধ্যমে স্কুলগুলির শূন্যস্থান পূরণ হোক এবং রাজ্যের বেকারত্ব কিছুটা হলেও কমবে তাতে। ২০১৪ সাল থেকে পরীক্ষার্থীরা একের পর এক দুর্নীতিতে পড়েছে। রাজ্যে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। শহীদ মিনারের পাদদেশে লাগাতার আন্দোলন করেছে স্বচ্ছ নিয়োগের দাবিতে।

Advertisement

কচু তো অনেকেই খান, কিন্তু এর ইংরেজি নাম ৯৯% লোকই জানেন না।

শুধুমাত্র যে প্রাইমারি টেট হয়নি তা নয় SSC এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট প্রায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ জানায় কিন্তু নতুন করে আবার সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জানিয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। পরবর্তী ঘটনা জানা যাবে পরের শুনানিতে।

ইন্টারভিউতে পরীক্ষার্থীকে কী কী নিয়ে যেতে হবে-
যে যে বছরের টেট পাশ করেছে তার অ্যাডমিট কার্ড, টেট পরীক্ষার যোগ্যতার নথি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, BED এর প্রমাণপত্র, জাতির প্রমাণপত্র, ভোটার কার্ড ও আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো। অবশ্যই এই নথি গুলো নিয়ে এছাড়াও যদি আরো কিছু নির্দিষ্ট করা থাকে সেগুলো নিয়ে যেতে হবে।