পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। বিভিন্ন সূত্রের তরফে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের তরফে কার্যকরী বিভিন্ন ধরনের স্কলারশিপ, যথা:- ঐক্যশ্রী স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর করা হয়েছে (Scholarship Update)।
তবে এইসকল স্কলারশিপের আওতায় কবে অনুদান পাবে তা জানার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে বারংবার বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, ছাত্র-ছাত্রীরা এখন বাড়িতে বসেই ওয়েসিস, ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় তারা কবে অনুদান পেতে চলেছেন তা সংক্রান্ত তথ্য মাত্র কয়েক মিনিটেই দেখে নিতে পারবেন (Scholarship Update)।
চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের আওতায় অনুদান পাবেন কিনা তা জেনে নিতে পারবেন:-
এর জন্য আপনাকে প্রথমেই ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://serv6.wbmdfcscholarship.org/aikya_app/home_app.php -এ যেতে হবে। এরপর হোম পেইজে থাকা Student’s Area অপশনটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আপনার সামনে যে নতুন অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Track Application অপশনটিতে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যেখানে আপনাকে আপনার স্কুলটি যে জেলায় রয়েছে তা সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
মাসের শুরুতেই এক ধাক্কায় গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা৷ মধ্যবিত্তের মাথায় হাত।
এরপর পুনরায় আপনার সামনে একটি নতুন পেজ আসবে যেখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর, জেলা, ইউজার আইডি, জন্ম তারিখ সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে সেখানে আপনি আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন এবং দেখে নিতে পারবেন আগামী দিনে কবে আপনি এই স্কলারশিপের আওতায় অনুদান পেতে চলেছেন কিংবা ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা ট্রান্সফার করা হয়েছে কিনা।
ওয়েসিস স্কলারশিপের আওতায় যেসমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদনের স্ট্যাটাস দেখার পদ্ধতি:-
ওয়েসিস স্কলারশিপের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে ওয়েসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেইজে থাকা Track Application অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে আসার নতুন পেজটিতে আপনার জেলাটিকে সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
এরপর আপনার সামনে আরো একটি পেজ আসবে যাতে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নম্বর অথবা ইউজার আইডি, শিক্ষাবর্ষ এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Check Status অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে পুনরায় একটি নতুন পেইজ আসবে যাতে আপনি আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। এই পেজে আপনি দেখে নিতে পারবেন আপনার লট নম্বর এসেছে কিনা এবং লট নম্বর আসলেই আপনি জেনে যাবেন কবে আপনার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ট্রান্সফার করা হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নয়া নিয়ম। না মানলে কোনোভাবেই পাওয়া যাবেনা টাকা।
স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদন স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
অন্যান্য স্কলারশিপগুলির মতো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ -এ যেতে হবে। এরপর হোম পেইজে থাকা Applicant Login অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার সামনে আসা পেজটিতে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি সঠিকভাবে পূরণ করে Login অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার আবেদন সংক্রান্ত তথ্য সহ আবেদনের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আবেদনের স্ট্যাটাসে Sanctioned লেখা থাকলেই জানবেন আপনি খুব শীঘ্রই এই স্কলারশিপের আওতায় অনুদান পেতে চলেছেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়ায় শুরু হয়েছে। সুতরাং, যেসমস্ত ছাত্রছাত্রীদের স্ট্যাটাসে Sanctioned লেখা রয়েছে তারা অত্যন্ত শীঘ্রই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় অনুদান পেতে চলেছেন।