west-bengal-scholarship-update
Advertisement

বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের জন্য এক ঝাঁক প্রকল্প, যোজনা নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এর পাশাপাশি, রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের সুবিধার দিক দিয়ে মাথায় রেখে যেসকল প্রকল্পগুলি কার্যকর করা হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট প্রকাশ করা হয়েছে। আর তাতেই রাজ্যের নাগরিকদের মধ্যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। আর তাতেই আজ আমরা এই সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে হাজির হয়েছি ( Scholarship Update)।

Advertisement

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

বাজেটের পরই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্প সম্পর্কিত নতুন আপডেট প্রকাশ্যে আনা হয়েছে এবং যে সমস্ত নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে রাজ্য সরকারের তরফে কিভাবে এই সমস্ত প্রকল্প এবং রাজ্য সরকারের অন্যান্য স্কলারশিপের জন্য অনুদান পাওয়া সম্ভব হবে তা নিয়ে রাজ্যের নাগরিকদের মধ্যে বারবার প্রশ্ন উঠেছে। আর রাজ্যবাসী এই রূপ আশঙ্কায় মূল কারণ হিসেবে উঠে এসেছে অর্থনীতিবিদদের তরফে প্রকাশিত পরিসংখ্যান। রাজ্যের অর্থনীতিবিদদের মতে এই সমস্ত প্রকল্প, প্রশাসনিক খরচ, ভর্তুকি সহ অন্যান্য ক্ষেত্রগুলিতে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারের রাজস্বের প্রায় ৯০% টাকা খরচ হয়ে যায়।

Advertisement

আর তাতেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী দিনে তারা রাজ্য সরকারের তরফে কার্যকরী স্কলারশিপগুলির অধীনে তারা অনুদান পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠেছে। এছাড়াও অনুদান প্রদানের ক্ষেত্রে কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হবে কিনা অথবা যথেষ্ট পরিমাণ রাজস্ব না থাকার কারণে যোগ্য শিক্ষার্থীরা এই সমস্ত স্কলারশিপের অনুদান থেকে বাদ পড়তে চলেছেন কিনা তা নিয়েও রাজ্যবাসীর মধ্যে আশঙ্কার শেষ নেই। এমনকী এই বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও যথেষ্ট চিন্তায় রয়েছেন। কারণ রাজের বহু সংখ্যক শিক্ষার্থীই তাদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে কার্যকরী এই সমস্ত স্কলারশিপের ওপর নির্ভরশীল (Scholarship Update)।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো আপডেট দিলো রাজ্য সরকার। খুশির খবর জেনে নিন

আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, আগামী দিনে কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করা হবে না। অর্থাৎ আগামী দিনে কোনোভাবেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের অনুদানের টাকা বন্ধ হবে না। ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ অন্যান্য স্কলারশিপের অধীনে অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। সুতরাং, খুব শীঘ্রই রাজ্যের ছাত্র-ছাত্রীরা এই সমস্ত স্কলারশিপের অধীনে অনুদান পেয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।