west-bengal-school-exams-latest-update
Advertisement

পরীক্ষার পুরো সুচি জানতে হলে পড়ুন বিস্তারিত।

গরমের ছুটির পর পরীক্ষার তারিখ জানিয়ে দিল পর্ষদ। আবার নতুন করে গরমের ছুটি পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সিলেবাস কীভাবে শেষ হবে সেই নিয়ে চিন্তায় অভিভাবক থেকে শিক্ষকরা সকলে। প্রায় দেড় মাস গরমের ছুটি ছিল। দ্বিতীয় সামেটিভ পরীক্ষা কবে হবে তাই নিয়ে চিন্তায় সকলেই ছিল। সিলেবাস কমিটি তাই সঠিক ভাবে তারিখ জানিয়ে দিল। যাতে পরীক্ষা প্রস্তুতি জোরকদমে শুরু করতে পারে।

Advertisement

অনেক অভিভাবকই ভাবছেন হয়তো আবার নতুন করে গরমের ছুটি পড়তে পারে যে হারে গরম রয়েই গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে আশার বানী শুনিয়েছে সোমবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হতে পারে। বর্ষার আগমণ শেষমেষ ঘটতে চলেছে রাজ্যে। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি এখনই শুরু হচ্ছে না জোরকদমে। আরো কিছু দিনের অপেক্ষা।

Advertisement

শুরু হল পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা দেওয়া, বাদ পড়েছেন ১৫ লক্ষ কৃষক, দেখে নিন লিস্ট।

শিক্ষা দফতর ঠিক করেছে স্কুলগুলিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা শেষ করতে হবে ১০ ই অগাস্টের মধ্যে। যদি রাজ্যে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর নতুন করে কোনো ছুটি পড়বেনা। এবার পুজোর ছুটির আগে অবধি জোরকদমে ক্লাস চলবে। সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করেই পরীক্ষা হবে। একাধিক স্কুল সিদ্ধান্ত নিয়েছে তারা শনিবারও পুরোদমে স্কুল করবে।

শিক্ষকরা বাইরে যাবেনা টিফিনের সময়ে। যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো সময়ে ঘাটতি না হয়। স্কুল যে নিয়ম তৈরি করবে শিক্ষকরা তা মানতে বাধ্য। কিছুটা সময় তাদের হাতে আছে। অভিভাবকদের চিন্তার কিছু নেই এতে। সরকার হিসাব করেই সময় বেঁধেছে। এবছর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এনেছে। পুজোর পর স্কুল খুললেই প্রিটেস্ট পরীক্ষা নেওয়া হবে।