স্কুল ছুটির পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
আবার রাজ্যে ৭দিনের ছুটি ঘোষণা। শিবপুজোর তীর্থযাত্রা উপলক্ষে ছুটি থাকবে ৮ থেকে ১৬ জুলাই অবধি। এই তীর্থযাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই কারণে রাজ্যের সব সরকারি বেসরকারি স্কুলেই ছুটি থাকবে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্যই এই সিদ্ধান্ত । এই তীর্থযাত্রা শুরু হয়েছে উত্তরপ্রদেশের কানওয়ার জেলা থেকে।
সেখানের জেলা ম্যাজিস্ট্রেট অরবিন্দ মালাপ্পা বেঙ্গারি জানিয়েছেো রাজ্যেের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই এই সিদ্ধান্ত। এটা একটি তীর্থযাত্রা এর মধ্যে স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে গেলে তাদের সঠিক সময়ে স্কুলে পৌঁছানো সম্ভব হবেনা। এই তীর্থযাত্রা শেষ হবে হরিদ্বারে, ওখানের গঙ্গায় স্নান করে পুণ্য লাভ করবে সকল তীর্থযাত্রীরা।
নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রসাশন মুজফফরপুর জেলাটিকে ১৬ টি জোন এবং ৮০টি সেক্টরে ভাগ করা হয়েছে। এর মধ্যে যেই জায়গাগুলিকে স্পর্শকাতর বা সেনসিটিভ বলে মনে করা হচ্ছে সেই জায়গাগুলিকে নজরদারিতে রাখার জন্য ১হাজার ৩৭৯টি সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যাবহার করা হবে। প্রতিটি জোনে ম্যাজিস্ট্রেট রাখা হবে।
বাড়ানো হল রেশন-আধার লিংকের সময়সীমা, এই সময় পেরিয়ে গেলে গুনতে হবে জরিমানা, জানুন শেষ তারিখ কবে?
কোনোরকম দুর্ঘটনা এড়াতে ১১ই জুলাই থেকে দিল্লি হরিদ্বার জাতীয় সড়কের গাড়ি অন্য রাস্তা দিয়ে পাশ করা হবে। প্রায় ৩০০০ জন্য পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে এই পুরো যাত্রার জন্য। দিল্লি থেকে দেরাদুন, ঋষিকেশ হাইওয়ের যানবাহন অন্য পথে নিয়ে যাওয়া হবে। এই পুরো সময়ে কোনো ভারী যান চলবেনা এই রাস্তা দিয়ে।
এই ছুটি শুধুমাত্র উত্তরপ্রদেশের ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য। তাদের এখন কিছুদিন ছুটি থাকছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের জন্য।