এই সিদ্ধান্তে খুশি অভিবাবক সহ সকল ছাত্র ছাত্রীরা।
প্রবল গরমে আবার ছুটি দেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য শিক্ষা দপ্তর। দেড় মাসের ছুটি কাটিয়ে রাজ্যের ছাত্রীরা স্কুলে ফিরেছে গত ১৫ তারিখ। গত ২রা মে থেকে তাদের ছুটি ছিল। স্কুল খুলে গেলেও গরমের দাপট একই ভাবে রয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা শহরেও হাঁসফাঁস অবস্থা একইভাবে চলেই যাচ্ছে।
বর্ধমান, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে লু বইছে সমানে। এই অবস্থায় অনেকে ভাবছে আবার নতুন করে ছুটি পড়তে পারে। রাজ্যে প্রথম দিন স্কুল খোলায় দেখা গিয়েছিল একাধিক ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে পাঠাইনি। অনেকেই ভাবছে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় সেই ভয় থেকেই পাঠায়নি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা চলে এসেছে টানা বৃষ্টি চলছে সেখানে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। তাই আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। সেই অবস্থা দেখে তবে সিদ্ধান্ত নেবে রাজ্য শিক্ষা দপ্তর।
কোনো অভিভাবক সেভাবে চাইছেনা আর ছুটি পড়ুক। বাচ্চাদের এত ছুটি থাকলে মনোযোগে ঘাটতি তৈরি হতে পারে। সেই কারণে বিদ্যালয় যেমন চলছে চলুক। শিফটে পরিবর্তন আনলে আনতে পারে। সিলেবাস শেষ হবেনা এরপর পরীক্ষা চলে আসবে। তখন বাচ্চারা সমস্যায় পড়বে শেষ পর্যন্ত। কোনো বাচ্চা অসুস্থ বোধ করলে স্কুলে না পাঠানোই ভালো। ছাতা, জলের বোতল যেন সবসময় বাচ্চারা নিয়ে আসে।