ছুটি বাড়তেই খুশি ছাত্রছাত্রীরা, জানুন কবে খুলবে স্কুল।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে আরো একটি খুশির খবর জানানো হলো স্কুলগুলিকে। জুন এর প্রথম সপ্তাহ থেকে স্কুলগুলি খোলার কথা জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাজ্যে তাপপ্রদাহ চলবে তাই ছুটি ১৫ তারিখ অবধি দেওয়া হল। এর আগে এপ্রিলেও মুখ্যমন্ত্রী পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে এক সপ্তাহ ছুটি ঘোষণা করেছিল।
পরিবেশ কিছুটা ঠান্ডা হওয়াতে আবার ছুটি কমিয়ে দিয়ে দিয়েছিল। কলকাতা শহর সহ পার্শ্ববতী সব জেলাতেই তাপপ্রদাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই তাপপ্রবাহ এতটাই তীব্র যে উত্তরের জেলাগুলি অবধি ছড়িয়ে গেছে। সব জায়গাতেই তাপমাত্রা সারাদিন ৪০ ডিগ্রীতে ছুঁয়ে গেছে। রাতেও পরিবেশ ঠান্ডা হওয়ার সুযোগ পাচ্ছে না।
ভোটের আগে বেকারদের জন্য নতুন এক স্কিম চালু করলো সরকার, আবেদন করলেই পাবেন নগদ ১৫০০ টাকা।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রতিটি ব্যাক্তিকে ফোনে মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে তাপপ্রবাহের অস্বস্তি। আদ্রর্তাজনিত কারণে ঘাম হচ্ছে প্রবল। শরীর বারেবারে ডিহাইড্রেটেট হয়ে যাচ্ছে। যতটা পারবেন এখন বাইরে যাওয়া এড়িয়ে চলুন বিকাল অবধি। মাথা ঘোরা,সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা এই আবহাওয়াতে বেশি।
বাইরে গেলে সরাসরি রোদ যাতে না লাগে তাই ছাতা,সানগ্লাস ব্যাবহার করুন। বারবার ওআরএস খেতে হবে। যতটা পারা যায় সুতির জামাকাপড় পড়তে হবে। ৫ তারিখ থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৭ তারিখ থেকে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু সব প্রতিষ্ঠানই ১৫ তারিখের পর খুলবে আবহাওয়ার উন্নতির পর।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link