west-bengal-weather-updatetemperature-increase-in-kolkata
Advertisement

সঠিক তথ্য জানতে পড়ুন বিস্তারিত।

গতকাল রাত থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। রাত পেরিয়ে সকাল হলেও অবিরাম গতিতে বজায় থেকেছে বারিধারা। তবে বেলা গড়াতেই বিভিন্ন জায়গায় ধরেছে বৃষ্টি। বৃষ্টির ফলে আবহাওয়া বেশ ঠান্ডাই রয়েছে যা স্বস্তি যোগাচ্ছে বঙ্গবাসীকে। জানা যাচ্ছে, ছত্রিশগড়ের কাছে অবস্থান করছে একটি নিম্নচাপ যার প্রভাবে আগামী দু’দিন প্রধানত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা জুন মাসের শেষ থেকে চলে এসেছি, স্বাভাবিকভাবেই বলা যায় রাজ্য শুরু হচ্ছে বর্ষাকাল।

Advertisement

এই বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়েছে দক্ষিণবঙ্গ। তবে এই স্বস্তি বেশি দিনের নয়। আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে দুদিন এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলেও চলতি সপ্তাহের শেষ দিক থেকেই আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা চার ডিগ্রি বেশি থাকতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা ও দিনাজপুর-সহ ওপরের দিকের পাঁচটি জেলায় বাড়তে পারে বৃষ্টিপাত। ইতিমধ্যেই জানা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী যেরকম- তিস্তা, তোর্সা, জলঢাকা প্রভৃতিতে জল স্তর বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে।

Advertisement

উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি জারি থাকবে বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানেও। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দিনে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি গোটা রাজ্য জুড়েই এই সপ্তাহের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের উপকূল সংলগ্ন অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মোটামুটি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হলেও তা হবে বিক্ষিপ্ত। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। তবে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাও। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়বেন দক্ষিণবঙ্গবাসী।