what-is-the-english-name-of-kochu
Advertisement

কচুর ইংরেজি নাম জানতে হলে পড়ুন বিস্তারিত।

কচু অনেকেরই ভালোবাসার খাবার। কচুর লতি খেতে ভালোবাসেনা এমন লোক খুঁজে পাবেন! এই কচুরই একটি অন্যতম বড়ো সমস্যা অনেকেরই এতে এলার্জির টেন্ডেসি থাকে। মাটির নীচে এই সবজি হওয়ার কারণে আলাদাভাবে কীটনাশক বেশি যায়না সরাসরি।

Advertisement

আমরা কমবেশি সবাই একাধিক শাকসবজির ইংরাজী নাম জানি কিন্তু আপনি কী কচুর ইংরাজী নাম জানেন! এক সমীক্ষায় দেখা গেছে ৯৯ শতাংশ লোকই কচুর ইংরাজী নাম জানেন না।

Advertisement

প্রকাশিত হল ২০২৪-র উচ্চমাধ্যামিকের রুটিন, এক নজরে দেখে নিন কবে কি পরীক্ষা।

এই কচু শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস রুগীরা তাদের খাদ্যতালিকায় রাখতে পারে নিত্যদিন। কচু খেলে দৃষ্টিশক্তিও ভালো হয়। কচুকে ইংরাজীতে Taro(টারো) বলে। বাঙালির খাদ্যতালিকায় কচু আছে থাকবে ইংরাজী নাম জানলেও।

তবে যতই পুষ্টিগুণ থাকুক না কেন যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই এই খাবার এড়িয়ে চলুন। খেলে বড়ো বিপদের মুখে পড়তে হতে পারে। অন্যান্য যেকোনো ব্যাক্তি এই খাবার স্বাদের সাথে খেতেই পারেন।