পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল এই বছর ৩১ মার্চের মধ্যে সকলকে অতি অবশ্যই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। ১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এ ধারা অনুযায়ী চলতি অর্থবর্ষের শেষের আগে এই কাজটি করতেই হত। তবে সাধারণ মানুষের সুবিধার্থে সেই ডেডলাইন ৩০ জুন পর্যন্ত করা হয়। আমরা ইতিমধ্যেই উপনীত হয়েছি জুন মাসে। অর্থাৎ আপনি যদি এখনো নিজের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন, অবিলম্বে তা করান।
যারা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক এখনও করার নেই ৩০ জুনের পর তাদের প্যান কার্ড কিন্তু অকেজো হয়ে যাবে। যারা এখনও PAN-এর সঙ্গে আধারের সংযোগ করাননি তাঁরা ১০০০ টাকা ফাইন নিয়ে এই লিঙ্ক করাতে পারবেন। গত বছর ৩০ জুনের মধ্যে করালে বিনামূল্যে করানো যেত। কিন্তু বর্তমানে আপনাকে ফাইন দিতে হবে। ভুয়ো প্যান কার্ড এবং আধার কার্ড সনাক্তকরণের জন্যই এহেন কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত, এসে গেলো সরকারের নতুন প্রকল্প, আবেদন করলেই পাবেন মাসে ৮০০ টাকা।
প্রশ্ন উঠতে পারে, সময়ে লিঙ্ক না করলে কী হবে? আগেই বলেছি সেক্ষেত্রে প্যান কার্ড অকেজো হয়ে যাবে। প্যান কার্ড অকেজো হয়ে গেলে আপনি যাবতীয় সমস্যায় পড়তে পারেন। প্যান কার্ড অকেজো হয়ে গেলে যাবতীয় সমস্যার মুখোমুখি হবেন আপনি। যেমন- আপনার টিডিএস এবং টিসিএস পূর্বের তুলনায় বেশি হারে কাটা হবে, শেয়ার মার্কেটে আপনি লেনদেন করতে পারবেন না, অনেক ক্ষেত্রে ব্যাংকিং সার্ভিসের থেকে বঞ্চিত হবেন, ৫০ হাজার টাকার বেশি ফিক্সড ডিপোজিট করতে পারবেন না, একইসঙ্গে ৫০ হাজার টাকার বেশি তুলতে বা জমা করতে পারবেন না। এছাড়াও নতুন ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড পেতে সমস্যা হবে।
বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। ব্যাংকের পাশাপাশি আপনার এড্রেস প্রুফ হিসেবেও অনেক জায়গায় প্যান কার্ডের জেরক্স কপি দিতে হয়। সুতরাং বুঝতেই পারছেন, প্যান কার্ড অকেজো হয়ে গেলে যাবতীয় সমস্যার মুখোমুখি হবেন আপনি। মোটামুটি সব কাজ করতে গিয়েই হোঁচট খেতে হবে। সেক্ষেত্রে সময় থাকতে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্গ করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।