ATM(এটিএম)

ATM থেকে বেরানো ছেঁড়া নোট কোথায় কীভাবে চালাবেন জানুন বিস্তারিত।

ATM থেকে ছেঁড়া নোট বেরিয়েছে! তবে চিন্তার কিছু নেই । রিজার্ভ ব্যাংক ঠিক করেছে তারা ছেঁড়া নোটের সম্পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেবেন। এই ছেঁড়া নোট নিয়ে মানুষকে একসময় চরম সমস্যায় পড়তে হতো। কেউই এই নোটই নিতে চায়না, বাধ্য হয়ে রেখে দিতে হয় বাড়িতে।

আপনি যদি ATM থেকে টাকা তোলেন আর ছেঁড়া বেরোয় তাহলে সাথে সাথে নিকটবর্তী ব্রাঞ্চে যান। তবে খেয়াল রাখবেন এই কাজ গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চে হয়না। আপনি যে টাকা তুলেছেন তার রিসিভটা নিয়ে যেতে হবে ব্যাঙ্কে অথবা আপনার ফোনে টাকা তোলার জন্য যে মেসেজ এসেছে সেটা দেখালেও হবে। কিন্তু সম্পূর্ণ মূল্য ফেরত পাওয়ার নিয়মটা একটু আলাদা।

জিও ধামাকা অফার, যে কোন রিচার্জে পেয়ে যান অতিরিক্ত ফ্রী ডেটা, জানুন কীভাবে?

আপনার নোটের পঞ্চাশ শতাংশ ভালো হতে হবে এবং নোটের মূল্য পঞ্চাশ টাকা বা তার কম হতে হবে। একেবারে কুড়িটার বেশি নোট পরিবর্তন করতে চাইলে আলাদা করে চার্জ দিতে হবে। সব নোট মিলিয়ে যদি মূল্য পাঁচ হাজার টাকার বেশি হয়ে যায় তাহলেও চার্জ দিতে হবে।

২০০৯ সালের নিয়ম অনুযায়ী ছেঁঢ়া টেপ মারা নোট নিয়ে গেলেও ব্যাঙ্ক পরিবর্তন করে দিতে বাধ্য। আবার ২০১৮ সালের নিয়মে বলা হয় দু টুকরো তিন টুকরো নোটও ব্যাঙ্ক পরিবর্তন করে দিতে বাধ্য। আর ব্যাঙ্ক যদি কোনোভাবে না দিতে চায় তাহলে রিজার্ভ ব্যাংকের কাছে সেই নিয়ে অভিযোগ করলে ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাংক জরিমানা করতে পারে।

তবে নোট যদি ভীষণরকম ছেঁড়া হয় তাহলে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। তাতে কিছুদিন সময় লাগবে টাকার মূল্য পেতে। আপনি নোটের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। তবে অযথা বাড়িতে ফেলে রাখবেন না।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link