whatsApp-launches-new-feature-about-the-privacy-of-customers
Advertisement

বিগত সময়ে বহুবার হোয়াটসঅ্যাপের ওপর অভিযোগ এসেছে গ্রাহকদের তথ্য বিক্রি করে দেওয়ার। গ্রাহকদের প্রাইভেসি নষ্ট হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে বারংবার দুর্নাম হয়েছে হোয়াটসঅ্যাপের। তবে এবার গ্রাহকদের আরো নিরাপত্তা দিতে বিশেষ প্রাইভেসি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম ‘ফোন নম্বর প্রাইভেসি’।

Advertisement

এই ফিচারের বিশেষত্ব কী? জানা যাচ্ছে কোন Whatsapp ইউজার যদি কোন কমিউনিটিতে যোগদান করেন তাহলে তার মোবাইল নম্বর গোপন থাকবে। সেখানে তিনি মেসেজ করতে পারবেন, মেসেজের রিঅ্যাক্ট করতে পারবেন, চাইলে ছবিও পাঠাতে পারবেন কিন্তু কিছুতেই তার ফোন নম্বর ফাঁস হবে না। এই কমিউনিটির অন্য সদস্যরা আপনার নাম কিংবা ফোন নাম্বার জানতে পারবে না। এই ফিচার সম্বন্ধে এর আগে বেশ কয়েকবার শোনা গেলেও মেটা কর্তৃপক্ষের তরফে কোনো রকম উচ্চবাচ্য করা হয়নি। তবে এবার সরাসরি হোয়াটসঅ্যাপের তরফেই জানানো হয়েছে খুব শীঘ্রই এই ফিচার চালু হতে চলেছে সব ফোনে।

Advertisement

আরও পড়ুন:- এই স্কিমের আওতায় পোস্ট অফিস দিচ্ছে দারুণ আয়ের সুযোগ। কয়েক মাসেই টাকা হবে দ্বিগুন।

কিছু টেক সংস্থার রিপোর্ট মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই এর বিটা ভার্সন টেস্ট শুরু হয়ে গিয়েছে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে। বলাই বাহুল্য এই ফিচারের কারণে কোন ইউজার যদি কোন কমিউনিটিতে যুক্ত হন তাহলে তার নম্বর কেউ দেখতে পাবেন না। কেউ চ্যাট করলেও অন্যজন জানতে পারবে না তার নাম কিংবা নাম্বার। এখন অবশ্য হোয়াটসঅ্যাপে কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে সদস্যদের নাম গোপনই থাকে। কিন্তু কেউ কিছু মেসেজ করলে কিংবা স্টিকার পাঠালে তাদের নাম উঠে যায়। নতুন এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে ইউজারদের গোপনীয়তা আরো বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

একই সঙ্গে যারা ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এসেছে এক নতুন আপডেট। একটি নতুন ফিচার এসেছে তাদের জন্য। এবার ওয়েব হোয়াটসঅ্যাপে আপনি আপনার ফোন নম্বর লিঙ্ক করাতে পারবেন। জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার কোন দরকারই পড়বে না। কিউআরের বদলে জেনারেট করা হবে ওটিপি। সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই নিজের প্রয়োজনীয় ওটিপি পাবেন ইউজার। ডিভাইস লিঙ্ক করার ক্ষেত্রে ইউজারকে নিজের ফোন নম্বর পাঠাতে হবে। তারপর সেই ফোন নম্বরেই আসবে ওটিপি। সেই ওটিপি দিলেই আপনার ওয়েব হোয়াটসঅ্যাপ এবং মোবাইলের হোয়াটসঅ্যাপ লিংক হয়ে যাবে।