পশ্চিমবঙ্গবাসী মহিলাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। এপ্রিলের শুরুতেই রাজ্যজুড়ে রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আর এই ক্যাম্পের মাধ্যমেই রাজ্যের বহু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আবেদন জানিয়েছিলেন। আর এবারে এইসকল মহিলাদের সুবিধার দিকটি মাথায় রেখে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে এক বিশেষ আপডেট সামনে আনা হলো। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কার্যকরী লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এই নতুন আপডেট নিয়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী মহিলা তথা সাধারণ জনগণের মধ্যে নানাধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে।
আর এই সকল প্রশ্নের উত্তরে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, মহিলাদের সুবিধার খাতিরে রাজ্য সরকারের তরফে কার্যকরী এই বিশেষ আপডেটে জানানো হয়েছে যে, আগত মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আবেদনপত্রের নিষ্পত্তি করতে হবে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো আবেদনপত্র ফেলে রাখা যাবে না। অর্থাৎ পঞ্চায়েত ভোটের পূর্বেই লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের সমস্ত আবেদনপত্রের নিষ্পত্তি করে রাজ্যের জনগণের কাছে সমস্ত প্রকার প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বদের তরফে।
আরও পড়ুনঃ- কৃষকদের জন্য বড়ো খবর। আগামী দিনে কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় দ্বিগুণ টাকা পাবেন।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে যে, আগামী মাসে রাজ্যের ১০ লক্ষেরও বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাবেন। বর্তমানে রাজ্যজুড়ে ১ কোটি ৮৮ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের অধীনে আওতায় অনুদান পেয়ে থাকেন। আগামী দিনে ১০ লক্ষ মহিলাকে নতুন করে অনুদান দেওয়া হলে পশ্চিমবঙ্গের ১ কোটি ৯৮ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাবেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৩ হাজার ৪৭৪ জন মহিলার আবেদনপত্র জমা রয়েছে, নানাবিধ ত্রুটির কারণে এই সকল মহিলাদের এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত করা সম্ভব হয়নি। এমনকী ১৪ হাজার ৫৪৫ জন মহিলার আবেদনপত্রে শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট -এর সমস্যার কারণে অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না, এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে প্রকাশিত রিপোর্টে।
যেসকল মহিলাদের কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য নথিতে সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধানের খাতিরে নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে বিভিন্ন জেলার জেলাশাসকদের নথি সংক্রান্ত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত যতো অভিযোগ রয়েছে তাও যতো দ্রুত সম্ভব নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, আগামী বুধবার রাজ্যের সমস্ত দপ্তরকে নিয়ে এক বৈঠকে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, যেসকল মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন আগামী বুধবার এই সমস্ত মহিলাদের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে।
আরও পড়ুনঃ- রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ উপকৃত হবে হাজার হাজার মানুষ।
ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসায় যারপরনাই খুশি হয়েছেন সমগ্র পশ্চিমবঙ্গের মহিলা তথা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী সাধারণ জনগণ। যদিও আগামী দিনে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নতুন আবেদনকারী মহিলাদের অনুদান দেওয়া হবে তা সম্পর্কিত কোনো তথ্যই রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়নি। তবে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ না করা হলেও এই সমস্ত সূত্রের খবরে আশায় বুক বাঁধছেন বাংলার মহিলারা।