২০২৩ সালের শুরুতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে রাজ্য সরকারের তরফে কার্যকরী লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, কৃষক বন্ধু প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড সহ অন্যান্য প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যজুড়ে পুনরায় দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকরী হবে। আর ইতিমধ্যেই ১লা এপ্রিল থেকে সমগ্র রাজ্যজুড়ে দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্প কার্যকরী করা হয়েছে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিমধ্যে বহু সংখ্যক মানুষ স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, মেধাশ্রী সহ অন্যান্য প্রকল্পগুলির আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছে। তবে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা হলেও আগামী দিনে কবে এই সকল প্রকল্পগুলির সুবিধা পাওয়া যাবে তা জানতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের জনগণ।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
আর তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ১লা এপ্রিল থেকে শুরু করে এপ্রিল মাসের ১০ তারিখ পর্যন্ত দুয়ারে সরকারের (Duare Sarkar) আওতায় আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু থাকবে। অন্যদিকে, এপ্রিল মাসের ১১ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের ২০ তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকারের ক্যাম্পের অধীনে সাধারণ জনগণকে পরিষেবা প্রদান করা হবে। অর্থাৎ আপনিও যদি দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের আওতাধীন যেকোনো প্রকল্পের জন্য আবেদন জানিয়ে থাকেন তবে ১১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে আপনি এই প্রকল্প সম্পর্কিত আপডেট পেয়ে যাবেন।
এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, রাজ্যের সমস্ত জেলার আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পে একই সাথে একই দিনে এই সমস্ত পরিষেবা প্রদান করা হবে না। তবে রাজ্যের কোন ক্ষেত্রের দুয়ারে সরকারের ক্যাম্পে এই সমস্ত প্রকল্প সম্পর্কিত পরিষেবা প্রদান করা হবে তা নিয়ে রাজ্যবাসীর মধ্যে নানাধরনের প্রশ্ন উঠেছে। রাজ্যবাসীর প্রশ্নের উত্তর বলে রাখি যে, আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পে কবে পরিষেবা প্রদান করা হবে তা জানার জন্য আপনাকে চলে যেতে হবে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/ -এ। পরবর্তীতে হোম পেইজে থাকা Find Your Camp বাটনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
লটারি জেতার গোপন রহস্য ফাঁস। এই ৩ পদ্ধতি কাজে লাগিযে লটারি কাইলেই নিশ্চিত পুরষ্কার জিতবেন
এরপর আপনার সামনে আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পের লিস্ট চলে আসবে। এর মধ্যে থেকে আপনি যে ক্যাম্পের আওতায় আবেদন জানিয়েছিলেন সেটি খুঁজে নিতে হবে এবং ক্যাম্পের নামের পাশে থাকা Date of Camp for Service Delivery অপশনের আওতায় থাকা তারিখের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার এলাকার ক্যাম্পে কবে প্রকল্প সম্পর্কিত পরিষেবা প্রদান করা হবে। সুতরাং, আপনিও যদি দুয়ারে সরকারি ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের আওতাধীন যেকোনো প্রকল্পের জন্য আবেদন জানিয়ে থাকেন তবে নির্দিষ্ট তারিখে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে প্রকল্প সম্পর্কিত আপডেট জেনে নিতে পারবেন।