when-will-you-get-the-money-of-lakshmir-bhandar-prakalpa-in-april

আজ এপ্রিলের ৩ তারিখ। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথে নতুন মাসও শুরু হয়েছে। আর এপ্রিলের শুরুতেই রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করা হয়েছে।অন্যদিকে, নতুন অর্থবর্ষের শুরুতে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান (Lakshmir Bhandar Prakalpa) দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে তা নিয়েও নানাবিধ প্রশ্ন তোলা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের তরফে। আর এবারে রাজ্যবাসীর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

এপ্রিল মাসের শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে যাতে সমগ্র রাজ্যবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামী দিনে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, রাজ্যব্যাপী দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করার কারণে আগামী দিনে বেশ কিছু জেলার মহিলারা খানিকটা দেরিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান (Lakshmir Bhandar Prakalpa) পাবেন। তবে এই সমস্ত নির্বাচিত কিছু জেলার মহিলারা বাদে রাজ্যের বাকি সমস্ত জেলার মহিলারা সঠিক সময়েই অনুদান পাবেন বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই নির্দেশিকায়।

নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাজ্যের গৃহলক্ষ্মীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এই এপ্রিল মাসের ৫ তারিখ অর্থাৎ এপ্রিল ২০২৩ তারিখ থেকে রাজ্যজুড়ে লক্ষ্মীর ভান্ডারের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে। প্রতিবারের মতোই এবারেও জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিভুক্ত মহিলারা ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১০০০ টাকার অনুদান পাবেন বলেই জানানো হয়েছে এই নির্দেশিকায়। এর পাশাপাশি যেসমস্ত মহিলারা তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত নিজেদের জাতিগত শংসাপত্র অর্থাৎ SC বা ST সার্টিফিকেট জমা করেননি তাদের যতো দ্রুত সম্ভব নিজেদের SC বা ST সার্টিফিকেট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের বড়ো ঘোষণা। এখন সকল মহিলা পাবে ১০০০ টাকা।

যেসমস্ত মহিলারা SC বা ST সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে এখনো পর্যন্ত ৫০০ টাকা করে অনুদান পাচ্ছেন তারা যাতে আগামী দিনে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অন্যান্য মহিলাদের মতো নিজেদের প্রাপ্য অনুদানের টাকা পেতে পারেন তার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। অন্যদিকে, এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, কলকাতা, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান জেলার মহিলাদের ৫ তারিখ অর্থাৎ ৫ই এপ্রিল থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে দুয়ারে সরকারের ক্যাম্পের কারণে অনুদান দিতে খানিকটা দেরী হবে। এই সমস্ত জেলার মহিলাদের এপ্রিল মাসের ১০ তারিখ অর্থাৎ ১০ই এপ্রিল ২০২৩ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে। তবে এক্ষেত্রে রাজ্যের গৃহলক্ষ্মীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ৫ তারিখ কিংবা ১০ তারিখে সকলেই একসাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদানের টাকা পাবেন না।

মাধ্যমিক দিয়েছেন? কোন বিষয় নিয়ে পড়বেন বুঝতে পারছেন না? জেনে নিন কোন বিষয়ের ভবিষ্যৎ কি?

এই সমস্ত জেলার বসবাসকারী বহু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান পেয়ে থাকেন। এই সকল মহিলাদের একই সাথে একই দিনে অনুদান দেওয়া সম্ভব নয়। সুতরাং, ৫ তারিখে অথবা ১০ তারিখে যদি আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না আসে তবে চিন্তা করার কোনো কারণ নেই। ওই নির্দিষ্ট তারিখে টাকা ট্রান্সফার না করা হলেও তার পরবর্তী সময়ে যতো দ্রুত সম্ভব রাজ্য সরকার তরফে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।