ভারত কৃষিনির্ভর দেশ। ভারতের অধিকাংশ মানুষের জীবিকাই কৃষিনির্ভর। অধিকাংশ ভারতীয় কৃষকই প্রধানমন্ত্রী কৃষক যোজনার দ্বারা বিপুলভাবে লাভবান হয়েছেন। একই সঙ্গে বর্তমানে ভারতীয় কৃষকরা কৃষক যোজনার ১৪ তম কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছে। সকলের একটাই প্রশ্ন প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৪তম কিস্তি কবে পাওয়া যাবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপডেট উঠে এলেও তার মধ্যে সত্যতা রয়েছে খুব কমই। তবে সব ফেক আপডেটের মাঝেই উঠে এলো আসল খবর। ইতিমধ্যেই জানা গিয়েছে যে কবে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৪তম কিস্তি।
এই যোজনার টাকা এখনো না পাওয়ায় হতাশ হয়ে গিয়েছেন অনেকেই। তাদের বলব হতাশা দূর করার সময় চলে এসেছে, কেননা সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল তারিখ। আমরা সকলেই জানি, প্রধানমন্ত্রী কিষান যোজনার নিয়ম অনুযায়ী এই যোজনার ১৪তম কিস্তি ঢোকার কথা ছিল এপ্রিল ২০২৩ থেকে জুলাই ২০২৩ এর মধ্যে। অনেকেই আশা করেছিলেন ১৫ জুলাই টাকা ঢুকে যাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেরকমটা না হওয়ায় হতাশ হয়েছেন সকলে। তবে এই নিয়ে একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের ওয়েবসাইটে অনুযায়ী জানা যাচ্ছে, ২৭ জুলাই তারিখের মধ্যে সকল কৃষকের একাউন্টে পিএম কিষান যোজনার ১৪তম কিস্তির টাকা ঢুকে যাবে।
সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৪তম কিস্তি দ্বারা লাভবান হতে চলেছেন প্রায় ৯ কোটি কৃষক। সরকারের তরফে জানানো হয়েছে যাদের টাকা এখনো ঢোকেনি তাদের সবাইকে ২৭ জুলাইয়ের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে সরকারের তরফে। উক্ত তারিখের মধ্যে সকলেই নিজেদের ব্যাংক একাউন্টে যোজনার টাকা পেয়ে যাবেন। জানা যাচ্ছে এই জন্য প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৩তম কিস্তি দেওয়া হয়েছিল ২৭ ফেব্রুয়ারি তারিখে।
আরও পড়ুন:- বর্তমানে AI ভবিষ্যৎ। এই যুক্তিকে সামনে রেখে কেন্দ্র সরকার চালু করলো বিনামূল্যে AI শেখানোর কোর্স।
এই প্রকল্পটির মাধ্যমে দেশের কৃষক আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। প্রত্যেক বছর ৬০০০ টাকা অনুদান দেওয়া হয় সকল কৃষককে এই প্রকল্পের আওতায়। প্রতি বছর সাধারণত তিনটি কিস্তিতে অর্থাৎ ২ হাজার টাকা করে ৩ বার পাঠানো হয় টাকা। সাধারণত দেখা গেছে যে, এই টাকার প্রথম কিস্তি কৃষক পান এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি পান আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি পান ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। তবে আপনাদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে পিএম কিষান যোজনার মোবাইল অ্যাপ। আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি নিজের জমির ডিটেলস, আপনার কিস্তির স্ট্যাটাস এবং কবে টাকা পাবেন যাবতীয় সব তথ্য মোবাইলেই দেখতে পাবেন। তবে মাথায় রাখতে হবে সকল কৃষক কিন্তু এই টাকা পাবেন না। যারা আয়কর দেন তারা এই টাকা পাবেন না, এছাড়াও যারা এর আগে বিধায়ক, সাংসদ কিংবা মন্ত্রী পদে থেকেছেন তারাও পাবেন না। যাদের মাসের পেনশন স্কিম রয়েছে ১০০০০ টাকার বেশি তারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। সুতরাং, যেই কৃষকরা এই সকল সুবিধার কোন সুবিধাই পান না, তারাই একমাত্র পিএম কিষান যোজনার ১৪তম কিস্তির দ্বারা লাভবান হবেন।